ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে কঠোর কর্মসূচীর হুমকি সাংবাদিকদের রায় ছিঁড়ে ক্ষমতার দাপট দেখানো সেই জেলা জজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে ঢাবিতে ধূমপানে জরিমানা, গাঁজা সেবনে বহিষ্কার বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল আওয়ামীলীগ – মঈন খান সালমান শাহ’র স্ত্রী সামিরার দেশত্যাগে নিষেধাজ্ঞা ঘুমের মধ্যে মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যা   ১ হাজার টাকা কমেছে স্বর্ণের দাম বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না: ফয়জুল করিম ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ,আগুন

ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৫:৩৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ১০৭৬ Time View

ভারতে নারী বিশ্বকাপ খেলতে যাওয়া অস্ট্রেলিয়া দলের দুই নারী ক্রিকেটার ইন্দোরে শ্লীলতাহানির শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, এক মোটরসাইকেল আরোহী তাঁদের ‘অযাচিতভাবে স্পর্শ করেছেন’।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানায়, অস্ট্রেলিয়া নারী দলের দুই সদস্য ইন্দোরে একটি ক্যাফেতে যাওয়ার সময় এক মোটরসাইকেল আরোহীর দ্বারা অনুপযুক্তভাবে স্পর্শের শিকার হন। বিষয়টি দলের নিরাপত্তাকর্মীরা স্থানীয় পুলিশকে জানিয়েছেন, তদন্ত চলছে।

ঘটনার পরপরই ইন্দোর পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন, ভারতের মধ্যপ্রদেশে নারী ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ইন্দোরে। অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের সঙ্গে অশালীন আচরণ ও অনুসরণের অভিযোগে এক মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রিং রোডের একটি ক্যাফে থেকে হোটেলে ফেরার সময় ঘটনাটি ঘটে। অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স পরে ইন্দোরের এমআইজি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে ৩০ বছর বয়সী আকিল খান নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ইন্দোর পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজেশ দানদোতিয়া বলেন, এফআইআর অনুযায়ী, সকাল ১১টার দিকে দুই ক্রিকেটার ক্যাফেতে গিয়েছিলেন। ফেরার পথে তারা লক্ষ্য করেন, এক ব্যক্তি মোটরসাইকেলে করে তাদের পিছু নিচ্ছে এবং পরে একজনের দিকে হাত বাড়ায়। তাৎক্ষণিকভাবে খেলোয়াড়রা প্রতিরোধ গড়ে তোলেন, তারপর লোকটি পালিয়ে যায়।

দলের নিরাপত্তা ব্যবস্থাপক সিমন্স জানান, একজন খেলোয়াড় সকাল ১১টা ৮ মিনিটে তাঁকে লাইভ লোকেশন পাঠান এবং বার্তা দেন—‘একজন লোক আমাদের অনুসরণ করছে ও স্পর্শ করার চেষ্টা করছে।’পরে পুলিশ ও লিয়াজোঁ অফিসাররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খেলোয়াড়দের নিরাপদে হোটেলে ফিরিয়ে নেন।

ঘটনাটি ঘটেছে র‍্যাডিসন ব্লু হোটেলে অবস্থানরত অস্ট্রেলিয়া দলের দুই সদস্যের সঙ্গে। পুলিশ রাত ১০টা ২৪ মিনিটে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করে, ভারতীয় দণ্ডবিধির ৭৪ ও ৭৮ ধারায়—যেখানে নারীর মর্যাদা নষ্টের উদ্দেশ্যে হামলা ও অনুসরণের অভিযোগে মামলা হয়।

মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, খেলোয়াড়রা কীভাবে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বাইরে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হবে।

এমপিসিএর প্রধান প্রশাসনিক কর্মকর্তা রোহিত পান্ডিত বলেন, অস্ট্রেলিয়া নারী দল ১৭ অক্টোবর থেকে ইন্দোরে অবস্থান করছে এবং শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে তাদের শেষ লিগ ম্যাচ। অস্ট্রেলিয়া বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে অ্যালিসা হিলির দল।

Please Share This Post in Your Social Media

ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
Update Time : ০৫:৩৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

ভারতে নারী বিশ্বকাপ খেলতে যাওয়া অস্ট্রেলিয়া দলের দুই নারী ক্রিকেটার ইন্দোরে শ্লীলতাহানির শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, এক মোটরসাইকেল আরোহী তাঁদের ‘অযাচিতভাবে স্পর্শ করেছেন’।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানায়, অস্ট্রেলিয়া নারী দলের দুই সদস্য ইন্দোরে একটি ক্যাফেতে যাওয়ার সময় এক মোটরসাইকেল আরোহীর দ্বারা অনুপযুক্তভাবে স্পর্শের শিকার হন। বিষয়টি দলের নিরাপত্তাকর্মীরা স্থানীয় পুলিশকে জানিয়েছেন, তদন্ত চলছে।

ঘটনার পরপরই ইন্দোর পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন, ভারতের মধ্যপ্রদেশে নারী ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ইন্দোরে। অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের সঙ্গে অশালীন আচরণ ও অনুসরণের অভিযোগে এক মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রিং রোডের একটি ক্যাফে থেকে হোটেলে ফেরার সময় ঘটনাটি ঘটে। অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স পরে ইন্দোরের এমআইজি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে ৩০ বছর বয়সী আকিল খান নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ইন্দোর পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজেশ দানদোতিয়া বলেন, এফআইআর অনুযায়ী, সকাল ১১টার দিকে দুই ক্রিকেটার ক্যাফেতে গিয়েছিলেন। ফেরার পথে তারা লক্ষ্য করেন, এক ব্যক্তি মোটরসাইকেলে করে তাদের পিছু নিচ্ছে এবং পরে একজনের দিকে হাত বাড়ায়। তাৎক্ষণিকভাবে খেলোয়াড়রা প্রতিরোধ গড়ে তোলেন, তারপর লোকটি পালিয়ে যায়।

দলের নিরাপত্তা ব্যবস্থাপক সিমন্স জানান, একজন খেলোয়াড় সকাল ১১টা ৮ মিনিটে তাঁকে লাইভ লোকেশন পাঠান এবং বার্তা দেন—‘একজন লোক আমাদের অনুসরণ করছে ও স্পর্শ করার চেষ্টা করছে।’পরে পুলিশ ও লিয়াজোঁ অফিসাররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খেলোয়াড়দের নিরাপদে হোটেলে ফিরিয়ে নেন।

ঘটনাটি ঘটেছে র‍্যাডিসন ব্লু হোটেলে অবস্থানরত অস্ট্রেলিয়া দলের দুই সদস্যের সঙ্গে। পুলিশ রাত ১০টা ২৪ মিনিটে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করে, ভারতীয় দণ্ডবিধির ৭৪ ও ৭৮ ধারায়—যেখানে নারীর মর্যাদা নষ্টের উদ্দেশ্যে হামলা ও অনুসরণের অভিযোগে মামলা হয়।

মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, খেলোয়াড়রা কীভাবে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বাইরে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হবে।

এমপিসিএর প্রধান প্রশাসনিক কর্মকর্তা রোহিত পান্ডিত বলেন, অস্ট্রেলিয়া নারী দল ১৭ অক্টোবর থেকে ইন্দোরে অবস্থান করছে এবং শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে তাদের শেষ লিগ ম্যাচ। অস্ট্রেলিয়া বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে অ্যালিসা হিলির দল।