ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
পিএসসির নতুন তিন সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি সিংহ একাই শিকার করে : মোদিকে থালাপতি বিজয়ের হুঁশিয়ারি! কুবির ফিটনেসবিহীন বিআরটিসি বাসের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৪ রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: হাসনাত আবদুল্লাহ আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেফতার বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই : রুমিন ফারহানা কিশোরগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক পদে ছাত্রলীগ নেতার ভুয়া নিয়োগ মোহাম্মদপুর থানার বিতর্কিত ওসি আলী ইফতেখারসহ ৩ পুলিশ কর্মকর্তাকে বদলি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘেটু জাহিদুরের প্রমোশন

ইনজেকশন নিলে কি অজু ভেঙে যাবে?

নওরোজ ইসলামিক ডেস্ক
  • Update Time : ০৮:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / ৩০৬ Time View

ছবিঃ সংগৃহীত

বাইরে থেকে কোনো খাবার বা ঔষধ শরীরে ঢুকলে যেহেতু অজু ভাঙে না, তাই ইনজেকশন নিলেও অজু ভাঙবে না।

ইনজেকশন নিলে সাধারণত শরীর থেকে যে সামান্য পরিমাণ রক্ত বের হয়, এইটুক রক্ত বের হলেও রোযা ভাঙে না।

ইসলামি আইন বিশারদদের মতে শরীর থেকে বের হওয়া রক্তের পরিমাণ গড়িয়ে পড়ার মতো বেশি না হলে অজু ভাঙে না।

তবে যদি ইনজেকশন দিয়ে গড়িয়ে পড়বে এই পরিমাণ রক্ত বের করা হয়, অথবা ইনজেকশনের সূচের ক্ষত থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে, তাহলে অজু ভেঙে যাবে।

ফতোয়ায়ে হিন্দিয়াতে বলা হয়েছে, ‘ছারপোকা বা মশা জাতীয় কীট-পতঙ্গ রক্ত খেলে অজু ভাঙবে না। কিন্তু জোঁকের মতো প্রচুর রক্ত চুষতে পারে এ রকম কোনো প্রাণী রক্ত গড়িয়ে পড়বে এই পরিমাণ রক্ত খেলে অজু ভেঙে যাবে।’

ইনজেকশন দিয়ে রক্ত বের করার ক্ষেত্রেও এই মানদণ্ড মনে রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

ইনজেকশন নিলে কি অজু ভেঙে যাবে?

নওরোজ ইসলামিক ডেস্ক
Update Time : ০৮:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩

বাইরে থেকে কোনো খাবার বা ঔষধ শরীরে ঢুকলে যেহেতু অজু ভাঙে না, তাই ইনজেকশন নিলেও অজু ভাঙবে না।

ইনজেকশন নিলে সাধারণত শরীর থেকে যে সামান্য পরিমাণ রক্ত বের হয়, এইটুক রক্ত বের হলেও রোযা ভাঙে না।

ইসলামি আইন বিশারদদের মতে শরীর থেকে বের হওয়া রক্তের পরিমাণ গড়িয়ে পড়ার মতো বেশি না হলে অজু ভাঙে না।

তবে যদি ইনজেকশন দিয়ে গড়িয়ে পড়বে এই পরিমাণ রক্ত বের করা হয়, অথবা ইনজেকশনের সূচের ক্ষত থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে, তাহলে অজু ভেঙে যাবে।

ফতোয়ায়ে হিন্দিয়াতে বলা হয়েছে, ‘ছারপোকা বা মশা জাতীয় কীট-পতঙ্গ রক্ত খেলে অজু ভাঙবে না। কিন্তু জোঁকের মতো প্রচুর রক্ত চুষতে পারে এ রকম কোনো প্রাণী রক্ত গড়িয়ে পড়বে এই পরিমাণ রক্ত খেলে অজু ভেঙে যাবে।’

ইনজেকশন দিয়ে রক্ত বের করার ক্ষেত্রেও এই মানদণ্ড মনে রাখতে হবে।