ব্রেকিং নিউজঃ
ইনকিলাব মঞ্চের মিছিলে পুলিশের বাধা, শিক্ষা ভবন মোড়ে অবস্থান

রাজধানী ডেস্ক
- Update Time : ০৩:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৫ Time View
জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের সেফ এক্সিট দেওয়ার প্রতিবাদে ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখী ইনকিলাব মঞ্চের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। পরে তারা সেখানেই অবস্থান নেন।
এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেন, ‘আমরা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে লাল চুড়ি পড়াতে এসেছি। তারা হয় এসে আমাদের কাছ থেকে চুড়ি নিয়ে যাবেন নয়তো তাদের পক্ষ থেকে কাউকে পাঠাবেন, তাকেই আমরা চুড়ি পরাবো।’
তিনি আরও বলেন, ‘পুলিশের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। তাদের বলবো, হয় তারা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিয়ে যাবে, নয়তো আমাদের মেরে এখান থেকে সরিয়ে দেবে।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়