ইউরো বাছাই পর্বে ফ্রান্সের চতুর্থ জয়

- Update Time : ১০:৫৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ৩৭ Time View
ইউরো বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচেও জয় পেয়েছে ২০২২ বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স।
সোমবার রাতে স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামে গ্রিসকে হারিয়েছে লেস ব্লুজরা।
নেতৃত্বের আর্মব্যান্ড হাতে নিয়ে নেমে এমবাপ্পের একমাত্র পেনাল্টি গোলে ফ্রান্স দলকে জয় এনে দিয়েছেন। এই জয়ে ‘বি’ গ্রুপে চার ম্যাচেই জিতে শীর্ষে আছে ফ্রান্স।
তবে জয়টা সহজ ছিলো না ফ্রান্সের জন্য। প্রথমার্ধে ঘরের মাঠে গোল করতে পারেননি এমবাপ্পে-গ্রিজম্যান-কোলো মুয়ানিরা। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে গোল আসে এমবাপ্পের পা থেকে।
বক্সে অ্যান্তোনিও গ্রিজম্যানকে অহেতুক ‘কুংফু স্টাইলে’ ফাউল করেন গ্রিসের কোস্টাস মাভরোপানোস। পেনাল্টি পেয়ে যায় ফ্রান্স। ঠান্ডা মাথায় শট নিয়ে এমবাপ্পে জালে বল পাঠিয়ে দেন।
পরে ম্যাচের ৬৯ মিনিটে ওই মাভরোপানোস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তারপরও গ্রিস হারের ব্যবধান বড় হতে দেয়নি। পুরো ম্যাচে ফ্রান্স গোলমুখে শট নিতে পেরেছে মাত্র পাঁচটি। যার দুটি আবার গোল হওয়ার মতো ছিল না।