ইউক্রেনে হামলা বাড়িয়েছে রাশিয়া : জেলেনস্কি
- Update Time : ০৯:৫৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ৯৬ Time View
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে হামলার সংখ্যা বাড়িয়েছে রাশিয়া। মঙ্গলবার (০৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এদিন কিয়েভে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলনস্কি।
এ সময় তিনি বলেন, দীর্ঘ বিরতির পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে আক্রমণ বাড়িয়েছে রাশিয়া। আজ সকালেও কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
জেলেনস্কি বলেন, সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের কাছে ‘কিছু উপস্থাপন’ করার প্রয়োজনীয়তা থেকে এসব হামলা করা হচ্ছে। তাদের দেখাতে হবে যে তারা কিছু ধ্বংস করেছে।
তিনি আরও বলেন, ইউক্রেন প্রতিদিন রুশ আগ্রাসন মোকাবিলায় দক্ষতার পরিচয় দিচ্ছে। রুশ হামলা ঠেকানো প্রমাণ করে আমরা এই যুদ্ধে জয়ী হতে পারি। এজন্য ইইউর কাছ থেকে দ্রুত গোলাবারুদ সরবরাহের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়