ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫১
- Update Time : ০৩:৫৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৯ Time View
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, পোলতাভা শহরের সামরিক প্রশিক্ষণ কেন্দ্র ও হাসপাতালে রুশ ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। এই হামলায় নিহত হয়েছেন ৫১ জন। আহত হয়েছেন অন্তত ২৭০ জন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটাই সবচেয়ে মারাত্মক আক্রমণ বলে জানিয়েছে কিয়েভ।
মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দৈনিক সান্ধ্যকালীন ভাষণে এই আক্রমণের কথা জানান। তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। রাশিয়ার এই হামলার নিন্দা জানিয়েছে ওয়াশিংটন, বার্লিন এবং লন্ডন। অপরদিকে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন যে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ কিয়েভকে সব ধরনের সামরিক সহায়তা দিয়ে যাবে ওয়াশিংটন।
এদিকে মঙ্গোলিয়ায় সফর শেষ করে রাশিয়ার ভ্লাদিভোস্তোক শহর পরিদর্শন করেছেন পুতিন। গত বছর আন্তর্জাতিক আদালত (আইসিসি) তার ওপর গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওই গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসির কোনো সদস্য দেশে সফর করলেন পুতিন। আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ, রুশ প্রেসিডেন্ট যুদ্ধাপরাধের জন্য দায়ী। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে যে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর সেখান থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়া ঠেকাতে ব্যর্থ হয়েছেন পুতিন।
রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের একটি হাসপাতাল এবং একটি শিক্ষা ভবনে আঘাত হেনেছে। এতে একটি ভবনের আংশিক অংশ ভেঙে পড়েছে। পোলতাভা শহরে স্থানীয় সময় সকালে ওই হামলা চালানো হয়। যুদ্ধ-পূর্ববর্তী সময়ে ওই সময়ে প্রায় তিন লাখ মানুষ বসবাস করতো। রাজধানী কিয়েভ থেকে ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) দূরে ওই শহরের অবস্থান। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে এখনও কাজ করছেন উদ্ধারকর্মীরা।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়