আ.লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার
- Update Time : ১২:৪১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ১৭৩ Time View
খুলনার রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০৫ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের সিংহের চর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তুলির বিরুদ্ধে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের পক্ষে গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, অনলাইনে প্রচারণার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আকলিমা তুলি রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং জেলা যুব মহিলা লীগের সহসভাপতি। তিনি আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পরও অনলাইনে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় এবং গোপনে দলীয় বৈঠক আয়োজনসহ সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছিলেন।
গত ২৩ ফেব্রুয়ারি রূপসা থানায় দায়ের একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, থানায় দায়েরকৃত পূর্বের একটি মামলায় উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়








































































































































































































