ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘আ.লীগ নেতাদের ধরলে ৫ হাজার টাকা পুরস্কার’, যা বলল ডিএমপি

জাতীয় ডেস্ক
  • Update Time : ০৬:৫৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৪৮ Time View

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল বা সংগঠনের কোনো মিছিল চলাকালে পুলিশ সদস্যরা সেই দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে পারলে জনপ্রতি পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে, এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এমন কোনো পুরস্কার ঘোষণরা কথা জানে না ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, স্বাভাবিকভাবে আমাদের অফিসার বা ফোর্স কোনো ভালো কাজ করলে সব সময় সেটিকে আমরা উৎসাহিত করে থাকি। এ ক্ষেত্রে আর্থিক প্রণোদনা থেকে শুরু করে বিভিন্নভাবে উৎসাহিত করা হয়। বিশেষ করে তাদের আর্থিকভাবে পুরস্কৃত করার বিষয় আইনিভাবেই রয়েছে। এ ছাড়া কাজে উৎসাহিত করার জন্য বিভিন্নভাবে তাদের পুরস্কারের বিধানও রয়েছে।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বিশেষভাবে কোনো একটি কাজের জন্য ওয়্যারলেস বার্তায় পাঁচ হাজার টাকা পুরস্কারের বিষয়টি আমার জানা নেই। তবে যেকোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার যে নিয়ম রয়েছে, সেটি আমরা আইনের মধ্যে থেকেই নিয়ম মেনে করে থাকি।

সম্প্রতি পুলিশের এক কর্মকর্তার রাত ৯টার পর হাতিরঝিলে চলাচলে নিরুৎসাহিত করার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিন-রাত নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমাদের পক্ষ থেকে কোনো একটি নির্দিষ্ট স্থানে কোনো একটি নির্দিষ্ট সময়ে কারও চলাচল নিরুৎসাহিত করা হয়নি। এটি অন্য কোনো ইউনিট করে থাকলে এ বিষয়ে আমার জানা নেই। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, আপনারা নিশ্চিন্তে-নির্ভয়ে চলাফেরা করবেন।

Please Share This Post in Your Social Media

‘আ.লীগ নেতাদের ধরলে ৫ হাজার টাকা পুরস্কার’, যা বলল ডিএমপি

জাতীয় ডেস্ক
Update Time : ০৬:৫৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল বা সংগঠনের কোনো মিছিল চলাকালে পুলিশ সদস্যরা সেই দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে পারলে জনপ্রতি পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে, এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এমন কোনো পুরস্কার ঘোষণরা কথা জানে না ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, স্বাভাবিকভাবে আমাদের অফিসার বা ফোর্স কোনো ভালো কাজ করলে সব সময় সেটিকে আমরা উৎসাহিত করে থাকি। এ ক্ষেত্রে আর্থিক প্রণোদনা থেকে শুরু করে বিভিন্নভাবে উৎসাহিত করা হয়। বিশেষ করে তাদের আর্থিকভাবে পুরস্কৃত করার বিষয় আইনিভাবেই রয়েছে। এ ছাড়া কাজে উৎসাহিত করার জন্য বিভিন্নভাবে তাদের পুরস্কারের বিধানও রয়েছে।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বিশেষভাবে কোনো একটি কাজের জন্য ওয়্যারলেস বার্তায় পাঁচ হাজার টাকা পুরস্কারের বিষয়টি আমার জানা নেই। তবে যেকোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার যে নিয়ম রয়েছে, সেটি আমরা আইনের মধ্যে থেকেই নিয়ম মেনে করে থাকি।

সম্প্রতি পুলিশের এক কর্মকর্তার রাত ৯টার পর হাতিরঝিলে চলাচলে নিরুৎসাহিত করার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিন-রাত নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমাদের পক্ষ থেকে কোনো একটি নির্দিষ্ট স্থানে কোনো একটি নির্দিষ্ট সময়ে কারও চলাচল নিরুৎসাহিত করা হয়নি। এটি অন্য কোনো ইউনিট করে থাকলে এ বিষয়ে আমার জানা নেই। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, আপনারা নিশ্চিন্তে-নির্ভয়ে চলাফেরা করবেন।