আ.লীগের ফিরে আসার সম্ভাবনা নাই : ডা. তাহের

- Update Time : ০৭:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ৫৬ Time View

কুমিল্লায় স্নাতকোত্তর ডাক্তারদের সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা নাই। তবে দেশ একটা জটিল সময় পার করছে। এখন সবাইকেই ধৈর্য এবং ইতিবাচক মনোভাব নিয়েই ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ আয়োজিত স্নাতকোত্তর ডাক্তারদের সম্মাননা-২০২৫ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বর্তমানে যারা সরকারের দায়িত্বে আছেন, যারা অন্যান্য পেশায় আছেন বা রাজনীতিবিদ আছেন প্রত্যেকেই দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এমন কোনো ভূমিকা বা বক্তব্য দেওয়া উচিত হবে না- যাতে নতুন করে উত্তেজনা এবং দেশে সমস্যার সৃষ্টি হবে। এটা অস্বাভাবিক নয় বিভিন্ন দলের কিছুটা মত পার্থক্য থাকবে। তবে এটা আলোচনা করেই সমাধান করতে হবে।
নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেন, সরকার যদি ডিসেম্বরে নির্বাচন করে জামায়াতের কোনো আপত্তি নেই। দুই মাস পরে করলেও জামায়াতের আপত্তি নেই। তবে সরকারের উচিত একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া। জামায়াত দুটি রোডম্যাপ চেয়েছে একটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ অপরটি হচ্ছে সংস্কারের রোডম্যাপ।
ডা. তাহের আরও বলেন, নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজই হচ্ছে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যবস্থা করা। তার পাশাপাশি কিছু সংস্কারক করার প্রয়োজন আছে। যেটা একটি সুস্থ নির্বাচনের জন্য এবং সঠিক রাজনীতি করার জন্য সহায়ক হবে।
স্নাতকোত্তর ডাক্তারদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. শাহিনুল আলম। এসময় তিনি বলেন, হেলথ সিস্টেমে রাজনৈতিক নেতৃত্ব আমাদের জন্য বিরাট বোঝা হয়ে গেছে। আপনারা খেয়াল করলে দেখবেন, ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে শুরু করে প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট মেডিকেল কলেজ সবকিছুই রাজনৈতিক নিয়ন্ত্রণের অধীনে চলে।
চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, আমাদের রোগীদের কথা মাথায় রেখে এভিডেন্স উইথ মেডিসিনে চিকিৎসকদের একটা অবস্থান নেওয়া প্রয়োজন। কারণ এ দেশে ৭০ শতাংশ খরচ রোগীর পকেট থেকে যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. হুমায়ুন কবিরসহ, সেন্ট্রাল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক হাজী নুর উদ্দিন, কলেজের অধ্যক্ষ ডা. সফিকুর রহমান পাটোয়ারী, কুমিল্লা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর হোসেন, কলেজের উপাধ্যক্ষ ডা. জহিরুল হক, ডা. ফজলুল হক, মেডিকেল কলেজের ডিজিএম বেলাল হোসাইনসহ আরও অনেকে। অনুষ্ঠানে স্নাতকোত্তর ডাক্তারদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়