ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগের গণহত্যা সমর্থনকারীদের সঙ্গে আমার সম্পর্ক নেই

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৩:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / ১৫ Time View

জুলাই-আগস্ট হত্যাকাণ্ড ও নির্যাতনে সমর্থনকারী এবং গত ১৫ বছরের দুর্নীতি, অনিয়ম ও টাকা পাচারকারীদের সমর্থকদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশ থেকে লক্ষ-লক্ষ কোটি-কোটি টাকা পাচার, কীভাবে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়েছে, তা আমরা স্বচক্ষে দেখেছি। এসব বিষয়ে আমি সত্য কথা বললে, কেউ যদি কিছু মনে করে তাহলে আমার কিছু যায় আসে না। খারাপ মানুষের প্রসংশা আমার দরকার নেই।

তিনি আরো বলেন, যারা এগুলো দেখেও না দেখার ভান করে, তাদের সঙ্গে আমার সম্পর্ক নেই। আমি খোলামেলা মানুষ, স্পষ্টবাদী মানুষ। আমি সবার সঙ্গে মিলেমিশে চলতে স্বাচ্ছন্দবোধ করি।

নিজের পারিবারিক শিক্ষার কথা তুলে ধরে সোহেল তাজ বলেন, মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করতে পারলে সবাই সমান। ধনদৌলত ও প্রভাব প্রতিপত্তি দিয়ে একজন মানুষকে বিচার করা যায় না। চরিত্র দিয়ে মানুষকে বিচার করতে হয়। এটি আমার পারিবারিক শিক্ষা। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

আ.লীগের গণহত্যা সমর্থনকারীদের সঙ্গে আমার সম্পর্ক নেই

নওরোজ ডেস্ক
Update Time : ০৩:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

জুলাই-আগস্ট হত্যাকাণ্ড ও নির্যাতনে সমর্থনকারী এবং গত ১৫ বছরের দুর্নীতি, অনিয়ম ও টাকা পাচারকারীদের সমর্থকদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশ থেকে লক্ষ-লক্ষ কোটি-কোটি টাকা পাচার, কীভাবে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়েছে, তা আমরা স্বচক্ষে দেখেছি। এসব বিষয়ে আমি সত্য কথা বললে, কেউ যদি কিছু মনে করে তাহলে আমার কিছু যায় আসে না। খারাপ মানুষের প্রসংশা আমার দরকার নেই।

তিনি আরো বলেন, যারা এগুলো দেখেও না দেখার ভান করে, তাদের সঙ্গে আমার সম্পর্ক নেই। আমি খোলামেলা মানুষ, স্পষ্টবাদী মানুষ। আমি সবার সঙ্গে মিলেমিশে চলতে স্বাচ্ছন্দবোধ করি।

নিজের পারিবারিক শিক্ষার কথা তুলে ধরে সোহেল তাজ বলেন, মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করতে পারলে সবাই সমান। ধনদৌলত ও প্রভাব প্রতিপত্তি দিয়ে একজন মানুষকে বিচার করা যায় না। চরিত্র দিয়ে মানুষকে বিচার করতে হয়। এটি আমার পারিবারিক শিক্ষা। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি।

নওরোজ/এসএইচ