ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
স্ত্রীর সাথে অভিমান: চিরকুট লিখে যুবকের আত্মহত্যা ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: গণ অধিকার পরিষদ কাফনের কাপড় পরে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের নিয়মের মধ্যে না এলে রেস্টুরেন্টগুলোর বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন করা হবে সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ লালদিয়ায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে : বিডা চেয়ারম্যান আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ

রাজনীতি ডেস্ক
  • Update Time : ০৯:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ৪৩ Time View

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ক্লিন ইমেজধারী কর্মীরাও বিএনপি’র সদস্য হতে পারবেন বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বৃহস্পতিবার (৮ মে) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানান রিজভী।

এর আগে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটিকে পছন্দ করেনি, এই ধরনের মানুষ- তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবেন না কেন! এছাড়াও আমরা চাচ্ছি সমাজে যারা ফ্রেশ মানুষ (তাদেরকে)। আমাদের যে আদর্শ তা বিশ্বাস করেন কিনা তারপর আমরা যাচাই-বাছাই করবো। যাচাই-বাছাই তো নিশ্চয়ই থাকতে হবে, কারণ কোনো দোসররা এলাকায় সন্ত্রাসী করেছে, জমি দখল করেছে, টাকা পাচার করেছে তারা নানাভাবেই ঢুকে পড়ার চেষ্টা করবে সেটাকে যাতে খুব শক্তভাবে এড়িয়ে যেয়ে একেবারে সমাজের ফেশ মানুষ যাদের সুনাম আছে, এলাকার মধ্যে সবাই যাদেরকে ভদ্রলোক বলে জানে এরা আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায়, আমরা সেটাই টার্গেট করবো।

প্রতিবাদলিপিতে বিবৃতিতে বলা হয়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে বলেছেন- যারা দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের আমলের আগেই দল থেকে চলে গেছেনে এবং দলটির দুঃশাসন-লুটপাট সহ্য করতে না পেরে যারা দল থেকে সরে এসেছেন, তারা বিএনপির সদস্য হতে পারবেন।

এতে বলা হয়, সমাজের যারা সজ্জন মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে চলে গেছেন, অন্তরে জাতীয়তাবাদী চিন্তা লালন করতেন, তিনি একজন শিক্ষক হতে পারেন, ব্যাংকার হতে পারেন, সরকারি কর্মকর্তা হতে পারেন, এনজিওকর্মী হতে পারেন, কৃষক ও শ্রমিক হতে পারেন, তারাও প্রাথমিক সদস্য হতে পারবেন। এ ক্ষেত্রে বিএনপির আদর্শে বিশ্বাসী মানুষরাই বিএনপি প্রাথমিক সদস্য হতে পারবেন।

বিবৃতিতে বলা হয়, অথচ, আমার বক্তব্য বিকৃত করে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার সঠিক বক্তব্য তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ

রাজনীতি ডেস্ক
Update Time : ০৯:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

আওয়ামী লীগের ক্লিন ইমেজধারী কর্মীরাও বিএনপি’র সদস্য হতে পারবেন বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বৃহস্পতিবার (৮ মে) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানান রিজভী।

এর আগে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটিকে পছন্দ করেনি, এই ধরনের মানুষ- তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবেন না কেন! এছাড়াও আমরা চাচ্ছি সমাজে যারা ফ্রেশ মানুষ (তাদেরকে)। আমাদের যে আদর্শ তা বিশ্বাস করেন কিনা তারপর আমরা যাচাই-বাছাই করবো। যাচাই-বাছাই তো নিশ্চয়ই থাকতে হবে, কারণ কোনো দোসররা এলাকায় সন্ত্রাসী করেছে, জমি দখল করেছে, টাকা পাচার করেছে তারা নানাভাবেই ঢুকে পড়ার চেষ্টা করবে সেটাকে যাতে খুব শক্তভাবে এড়িয়ে যেয়ে একেবারে সমাজের ফেশ মানুষ যাদের সুনাম আছে, এলাকার মধ্যে সবাই যাদেরকে ভদ্রলোক বলে জানে এরা আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায়, আমরা সেটাই টার্গেট করবো।

প্রতিবাদলিপিতে বিবৃতিতে বলা হয়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে বলেছেন- যারা দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের আমলের আগেই দল থেকে চলে গেছেনে এবং দলটির দুঃশাসন-লুটপাট সহ্য করতে না পেরে যারা দল থেকে সরে এসেছেন, তারা বিএনপির সদস্য হতে পারবেন।

এতে বলা হয়, সমাজের যারা সজ্জন মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে চলে গেছেন, অন্তরে জাতীয়তাবাদী চিন্তা লালন করতেন, তিনি একজন শিক্ষক হতে পারেন, ব্যাংকার হতে পারেন, সরকারি কর্মকর্তা হতে পারেন, এনজিওকর্মী হতে পারেন, কৃষক ও শ্রমিক হতে পারেন, তারাও প্রাথমিক সদস্য হতে পারবেন। এ ক্ষেত্রে বিএনপির আদর্শে বিশ্বাসী মানুষরাই বিএনপি প্রাথমিক সদস্য হতে পারবেন।

বিবৃতিতে বলা হয়, অথচ, আমার বক্তব্য বিকৃত করে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার সঠিক বক্তব্য তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি।