আহসান উল্লাহ মাস্টার হাসপাতালের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

- Update Time : ১২:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ৫৪৬ Time View
গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করে ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল নামকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় টঙ্গীবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
টঙ্গী স্টেশন রোডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ৫৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাবেক আহ্বায়ক শেখ মানিক, মফিজ, মিঠুন, সালাহউদ্দিন, নাসির, ৩৯ নং যুবদলের সভাপতি মিজানুর রহমান রাজ, ৪৩ নং ওয়ার্ড তারেক জিয়া পরিষদের সদস্য মোঃ রনি দেওয়ানসহ আরও অনেকে।
স্বাধীনতা ফোরামের বরিশাল জেলার সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য নুরুল আমিন ফরিদ, স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুল সাকিব, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক জুবায়ের, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠুসহ অন্যান্যরা।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তনের দাবি জানান। অন্যথায়, এ দাবি বাস্তবায়নে টঙ্গীবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
নওরোজ/এসএইচ