আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেপ্তার

- Update Time : ০১:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
- / ২৩৮ Time View
সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে আসাদুজ্জামান নূরকে রাজধানীর বেইলী রোডের নওরতন কলোনি থেকে এবং মাহবুব আলীকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তাঁদের দুজনের বিরুদ্ধেই ডিএমপির দুটি থানায় মামলা রয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
গণ আন্দোলনের মুখে ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এরপর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।
এদের মধ্যে আছেন ক্ষমতাচ্যুত সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
নওরোজ/এসএইচ