ব্রেকিং নিউজঃ
আশুলিয়ায় খুলেছে অধিকাংশ পোশাক কারখানা
নওরোজ ডেস্ক
- Update Time : ০১:৩৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ২৭ Time View
শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়ায় বন্ধ হওয়া ২১৯ কারখানার মধ্যে অধিকাংশই খুলে দেওয়া হয়েছে।সেগুলোতে শুরু হয়েছে উৎপাদন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এসব তথ্য জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলেও জানান তিনি।
শিল্পপুলিশ সূত্রে জানা যায়, আজ শিল্পাঞ্চলের কোথাও কোনো কারখানায় অস্থিরতা দেখা যায়নি। এমনকি সড়ক অবরোধসহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনাও ঘটেনি। পরিস্থিতি আজ অনেকটাই স্বাভাবিক রয়েছে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
নওরোজ/এসএইচ