আল-হেলাল স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

- Update Time : ০৮:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / ১২৩ Time View
টঙ্গীর আল-হেলাল স্কুলে মঙ্গলবার এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক মোজাম্মেল হক পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন স্কুলের উপদেষ্টা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল আহসান হেলাল, সিনিয়র শিক্ষক মাওলানা আল আমিন, মোশারেফ হোসেন, মোরশেদা পারভীন, মুকুল হোসেন, আবুল কাশেম, ফাতেমা আক্তার, শরীফুল ইসলাম, শাওন আহমেদ জয়।
এসময় অন্যান্যের মধ্যে সিনিয়র শিক্ষক তাহমিনা সুলতানা, খালেদা আক্তার, ইহসান আরা শুভ, নাজমুন্নাহার মুন, আব্দুল হান্নান, মোমেনা আক্তার, মাওলানা ইয়াসিন আরাফাত, নাদিয়া সুলতানা, ইভেল আহমেদ সহ-শিক্ষক, শিক্ষিকা, এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, অভিভাবক, অভিভাবিকা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের সুস্থতা ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আল আমিন।