আল নাসরের সাথেই থাকছেন রোনালদো

- Update Time : ০৭:৫৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- / ৯৮ Time View
ফুটবলের অন্যতম সেরা সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো কি নতুন আরেকটি ইতিহাস গড়তে চলেছেন।
সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের সঙ্গে তার চুক্তি নবায়নের মাধ্যমে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে চলছেন এই পর্তুগিজ তারকা। এমনটাই দাবি সৌদি গণমাধ্যমের। নেইমারের সঙ্গে জুটি না গড়ার সিদ্ধান্ত নিয়েও তৈরি করলেন নতুন আলোচনা।
২০২৩ সালে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর থেকে রোনালদো ফুটবলে নতুন এক অধ্যায় শুরু করেন। সর্বশেষ খবর অনুযায়ী, তিনি আল-নাসরের সঙ্গে তার বর্তমান চুক্তি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নতুন চুক্তিতে তার বাৎসরিক আয় থাকবে ১৭৩ মিলিয়ন পাউন্ড (২১১ মিলিয়ন ডলার), যা তাকে ইতিহাসের সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার হিসেবে ধরে রাখছে।
রোনালদো আল-হিলালে থাকা নেইমারের সঙ্গে জুটি বাঁধার পরিবর্তে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, আল-নাসর তার ট্রান্সফার পরিকল্পনা এবং বড় ট্রফির লক্ষ্য অর্জনে রোনালদোর আস্থা অর্জন করেছে।
রোনালদো তার ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের হয়ে গোলের সেঞ্চুরি করেছেন। আল-নাসরের হয়ে এখন পর্যন্ত ৯০ ম্যাচে ৮১টি গোল করেছেন তিনি। তার বয়স ৩৯ হলেও পারফরম্যান্সের ধারাবাহিকতা অটুট রেখেছেন।
যদি নতুন চুক্তি সই করেন রোনালদো তাহলে এখন তার ক্লাবের পরবর্তী লক্ষ্য এবং ব্যক্তিগত রেকর্ডের দিকে মনোনিবেশ করবেন তিনি। আল-নাসরের হয়ে তার সাফল্য তাকে ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে এবং নতুন এই চুক্তি রোনালদোর জন্য আরও সাফল্যের দরজা খুলে দিতে পারে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়