আলেমদের সান্নিধ্যে চরিত্র সংশোধনের অনুরোধ ধর্ম উপদেষ্টার
- Update Time : ০৯:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ৫০৬৬ Time View
আলেমদের সান্নিধ্যে চরিত্র সংশোধনের অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ে সদর উপজেলার দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদ্রাসা মাঠে শানে রেসালাত সম্মেলনে এ কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, মানুষের প্রকৃত পরিচয় তার চরিত্রে নিহিত। অর্থ, বংশপরিচয়, বিদ্যা বা পদমর্যাদা কোনো ব্যক্তিকে সত্যিকার অর্থে মহান করে না; বরং উন্নত চরিত্রই একজন মানুষকে সমাজে সম্মানিত অবস্থানে স্থাপন করে।
তিনি উল্লেখ করেন, চরিত্রই মানুষের জীবনের প্রকৃত অলঙ্কার। তিনি আলেম ও ওলামাদের সান্নিধ্যে চরিত্র সংশোধনের জন্য সবাইকে অনুরোধ জানান।
তিনি বলেন, উন্নত চরিত্রের অধিকারী ব্যক্তিরাই সমাজে শান্তি, ন্যায়বিচার ও সৌহার্দের পরিবেশ গড়ে তোলে। চরিত্রবান মানুষ সমাজকে করে সুন্দর, নিরাপদ ও মানবিক। এর বিপরীতে চরিত্রহীন মানুষ অনাচার, দুর্নীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই চরিত্রবান মানুষ শুধু নিজের কল্যাণই নিশ্চিত করে না, বরং পুরো সমাজকেও আলোকিত করে।
ধর্ম উপদেষ্টা বলেন, চরিত্রহীন কাউকে আমরা জাতির আদর্শ বলতে পারি না। একজনকে জাতির আদর্শ হতে হলে তাকে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। এই উন্নত চরিত্রের সব বৈশিষ্ট্যই হযরত মুহাম্মদ (সা.) এর চরিত্রে সংযুক্ত। আল্লাহ্ মানুষের চরিত্রের পরিপূর্ণতা প্রদানের উদ্দেশ্যে হজরত মুহাম্মদ (সা.)কে পৃথিবীতে প্রেরণ করেছেন।
উন্নত চরিত্রের গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা আরও বলেন, উন্নত চরিত্র ছাড়া কোনো জাতি বা সমাজ টিকে থাকতে পারে না। তাই আমাদের উচিত সত্য, ন্যায়, নম্রতা ও সহানুভূতির চর্চা করে নিজেদের চরিত্র গঠন করা। তিনি সবাইকে পাপাচার, অন্যায়, দুর্নীতি, সুদ, ঘুষসহ অন্যান্য খারাপ কাজ থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































