আলিফ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবীতে ফেনীতে আইনজীবী সমিতির বিক্ষোভ সমাবেশ

- Update Time : ১০:৩৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / ১৩২ Time View
চট্রগ্রাম আদালতে ইসকন সদস্যের হামলায় নিহত এডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবীতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ করেছে ফেনী জেলা আইনজীবী সমিতি।
এ সময় ফেনী জেলা আদালত চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুস সাত্তার,জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট টিপু সোলাইমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট সাহাব উদ্দিন,এডভোকেট আমিনুল হক ভুট্টু, এডভোকেট জহির উদ্দিন মামুন, এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞাঁ, এডভোকেট মেজবাহ উদ্দিন মোরশেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আলিফ কে ইসকন সদস্যরা নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আমরা অবিলম্বে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে আইনামলে নিয়ে আসার জন্য সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি। সেই সাথে এদেশে চিরদিনের জন্য ইসকন কে নিষিদ্ধ ঘোষণা করার দাবী জানান আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।