ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের জবরদখলকৃত ২ একর বনভূমি উদ্ধার মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল রংপুর পুতুলকে ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা টঙ্গীতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, প্রাণনাশের হুমকি নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে জাককানইবি শিক্ষার্থীদের প্রতিবাদ “চব্বিশ-এক ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে, বাংলায় আরেক ফ্যাসিবাদ ফিরলে ছাত্রজনতা ঘরে বসে থাকবে না” নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে শেকৃবি শিক্ষার্থীরা টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত: ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল যুবসমাজ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা রংপুর বিভাগের ১৩ বিদ্যালয়ে পাস করেনি কেউ

আলভারেসের গোলে ম্যানচেস্টার সিটির জয়

নওরোজ স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৮:১০:২২ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / ১৯১ Time View

তিনটি ভালো সুযোগ নষ্ট করলেন আর্লিং হলান্ড। আক্রমণভাগের আরেক তারকা হুলিয়ান আলভারেস অবশ্য করলেন চমৎকার এক গোল। সেটিই শেষ পর্যন্ত গড়ে দিল ব্যবধান।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে টানা দ্বিতীয় জয় পেল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে গত শনিবার রাতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। উয়েফা সুপার কাপ জয়ের পর তিন দিনের মধ্যে লিগ ম্যাচ খেলতে নেমে শুরু থেকে বল দখল ও আক্রমণে আধিপত্য করে সিটি।

তবে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না তারা। গোলের জন্য লক্ষ্যে ম্যাচের প্রথম শটে ৩১তম মিনিটে ‘ডেডলক’ ভাঙে স্বাগতিকরা। ডান দিক দিয়ে শাণানো দারুণ এক আক্রমণ থেকে এগিয়ে যায় সিটি। বক্সে ফিল ফোডেনের পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেস।

বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পান হলান্ড। তবে ১৪ গজ দূর থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন নরওয়ের তারকা। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলরক্ষক বরাবর শট মারেন তিনি। ৬৩তম মিনিটে আরেকটি সুযোগ পান হলান্ড। এবারও বাইরে দিয়ে মারেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড। ৬৯তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নিতে পারে নিউক্যাসল।

২৫ গজ দূর থেকে হার্ভে বার্নসের জোরাল শট ঠেকান গোলরক্ষক এদেরসন। শেষ দিকে একটি সুযোগ পান ফোডেনও। তার প্রচেষ্টা পা দিয়ে ব্যর্থ করে দেন সফরকারী গোলরক্ষক।

দিনের শুরুতে বোর্নমাউথের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলে জেতে লিভারপুল। টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-০ গোলে হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।

Please Share This Post in Your Social Media

আলভারেসের গোলে ম্যানচেস্টার সিটির জয়

নওরোজ স্পোর্টস ডেস্ক
Update Time : ০৮:১০:২২ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

তিনটি ভালো সুযোগ নষ্ট করলেন আর্লিং হলান্ড। আক্রমণভাগের আরেক তারকা হুলিয়ান আলভারেস অবশ্য করলেন চমৎকার এক গোল। সেটিই শেষ পর্যন্ত গড়ে দিল ব্যবধান।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে টানা দ্বিতীয় জয় পেল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে গত শনিবার রাতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। উয়েফা সুপার কাপ জয়ের পর তিন দিনের মধ্যে লিগ ম্যাচ খেলতে নেমে শুরু থেকে বল দখল ও আক্রমণে আধিপত্য করে সিটি।

তবে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না তারা। গোলের জন্য লক্ষ্যে ম্যাচের প্রথম শটে ৩১তম মিনিটে ‘ডেডলক’ ভাঙে স্বাগতিকরা। ডান দিক দিয়ে শাণানো দারুণ এক আক্রমণ থেকে এগিয়ে যায় সিটি। বক্সে ফিল ফোডেনের পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেস।

বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পান হলান্ড। তবে ১৪ গজ দূর থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন নরওয়ের তারকা। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলরক্ষক বরাবর শট মারেন তিনি। ৬৩তম মিনিটে আরেকটি সুযোগ পান হলান্ড। এবারও বাইরে দিয়ে মারেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড। ৬৯তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নিতে পারে নিউক্যাসল।

২৫ গজ দূর থেকে হার্ভে বার্নসের জোরাল শট ঠেকান গোলরক্ষক এদেরসন। শেষ দিকে একটি সুযোগ পান ফোডেনও। তার প্রচেষ্টা পা দিয়ে ব্যর্থ করে দেন সফরকারী গোলরক্ষক।

দিনের শুরুতে বোর্নমাউথের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলে জেতে লিভারপুল। টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-০ গোলে হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।