আমি মানুষের জন্য রাজনীতি করিঃ বঙ্গবীর কাদের সিদ্দিকী
- Update Time : ০২:২৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ১৯৫ Time View
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আমি নির্বাচনের জন্য রাজনীতি করি না, আমি মানুষের জন্য রাজনীতি করি। ডুবন্ত নৌকাকে কোমরে গামছা বেধে টেনে নিয়ে যাবো।
শুক্রবার সকালে গাজীপুর শহরে বঙ্গতাজ অডিটরিয়ামে কৃষক শ্রমিক জনতা লীগের গাজীপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে সম্মেলনটি উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বিষয়ে তিনি বলেন, মানুষ এখন বাজার করতে পারছে না, সমস্ত জিনিস পত্রের দাম বেড়েই চলছে, সরকারের এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, আমেরিকা ভিসা দিবে না, এটাতে খুশী হয়ে আওয়ামিলীগ এবং বিএনপি একজন আরেকজনকে ঠেলাঠেলি করছে। আমেরিকার ভিসা বিষয়ে বিএনপি বলছে এটা আওয়ামী লীগের ক্ষতি, আওয়ামীলীগ বলছে বিএনপিকে সোজা করার জন্য আমেরিকা ভিসার বিধি নিষেধ দিয়েছে। কিন্তু এটা যে আওয়ামীলীগ বা বিএনপির ক্ষতি না, ক্ষতি হচ্ছে বাংলাদেশের,ক্ষতি হচ্ছে বাঙালির, ক্ষতি হচ্ছে জাতির, সম্মান নষ্ট হচ্ছে এদেশের সেটা কেউ একবার ভাবে না। আমাদের জাতীয়ভাবে চিন্তা করতে হবে।
তিনি আরো বলেন, তার জীবনে শ্রেষ্ঠ ভূল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠন করা ও জোটে যাওয়া। ওই ভুল থেকে এই শিক্ষা নিয়েছি বিএনপিকে ১০০ বছরে যতটা চিনতে না পারতাম জোটে গিয়ে তিন মাসের তা চিনতে পেরেছি। বিএনপি কোন রাজনৈতিক দল। বিএনপি হল খালেদা জিয়া তারেক রহমানের দল।
কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগের সর্বনাশ করার জন্য আর কোনো দলের দরকার নেই,আওয়ামী লীগই যথেষ্ট। বিএনপিও এ থেকে বেশি দূরে নেই। সম্প্রতি গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত হেরে গেছেন। কেউ কি আগের দিন পর্যন্ত জানতেন তিনি হারবেন? তাকে হারানো দরকার ছিল, তাই আওয়ামী লীগের লোকেরাই জাহাঙ্গীরের মায়ের পক্ষে অনেক বেশি কান্নাকাটি করেছে।
গাজীপুর শহরের বঙ্গ তাজ মিলনায়তনে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতার লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার,সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম দেলোয়ার, অর্থ সম্পাদক আব্দুল্লাহ সহ অনেকে বক্তব্য রাখেন । অনুষ্ঠান শুরু পূর্বে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়