আমির খানের সিনেমায় ফারিণ

- Update Time : ০৫:৫০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭২ Time View
আমির খান প্রযোজিত কলকাতার সিনেমায় অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। ‘পাত্রী চাই’ শিরোনামে সিনেমাটি পরিচালনা করছেন বিপ্লব গোস্বামী।
সোশ্যাল স্যাটায়ারধর্মী গল্পে নির্মিত এসিনেমায় ফারিণের সঙ্গে জুটি বেঁধেছেন অর্জুন চক্রবর্তী।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, চিত্রনাট্যকার বিপ্লব জানিয়েছেন, পুরুষতান্ত্রিক সমাজকে নাড়িয়ে দেওয়ার মত গল্প ‘পাত্রী চাই’।
এতে আরও অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতা শংকর। আসন্ন পূজোর পরেই শুটিং শুরু হবে সিনেমাটির।
বছর কয়েক আগে নতুন চিত্রনাট্যকারের খোঁজে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে বিচারকের আসনে ছিলেন আমির খান। বলছিলেন, তিনি বিপ্লব গোস্বামীর লেখা পড়ে চমকে গিয়েছিলেন।
এরপর বিপ্লবকে একদিন নিজের বাড়িতে ডেকে পাঠালেন আমির। জানালেন, তার চিত্রনাট্যে নিজস্ব প্রযোজনায় সিনেমা করতে চান। এরপর সেই গল্প নিয়ে তৈরি হয়েছে লাপতা লেডিস। ছবিটি পরিচালনা করেছিলেন কিরণ রাও।
’পাত্রী চাই’ এর পর বলিউডেও সিনেমা পরিচালনা করবেন বিপ্লব। সেই কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছে বলে তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়