আমাদের স্বাস্থ্য সেবা অন্য যে কোনো দেশের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী
- Update Time : ০৭:২৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ২০৯ Time View
মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, একটি দেশের বা প্রতিষ্ঠানের প্রধান যদি ভালো হয় তাহলে সে প্রতিষ্ঠান বা দেশ ভালো চলে।
যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ। আজকে বাংলাদেশ টিকা বা করোনা নিয়ন্ত্রনে টিকার কর্মসূচীতে ও করোনা ভ্যাক্সিনেশনে দক্ষিন এশিয়ায় প্রথমস্থান অর্জণ করেছে বিশ্বে বাংলাদেশ ৫ম স্থান অধিকার করেছে। আমাদের স্বাস্থ্য সে অন্য যে কোনো দেশের চেয়ে ভালো আছে। কাজেই একটি দেশের প্রধানমন্ত্রী দক্ষ হয় তাহলে দেশ এগিয়ে যায়।
আজ মঙ্গলবার(৯মে) দুপুরে নরসিংদীর মাধবদীর হেরিটেজ রিসোর্টে ঢাকা বিভাগীয় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, স্বাস্থ্যখাতসহ দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করছেন, আর বিরোধীরা সমালোচনা করছেন। বিএনপি সরকারের আলমে দেশের স্বাস্থ্যখাতের বাজেট ছিল ৬ হাজার কোটি টাকা, বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলে যা ৪০ হাজার কোটি টাকা।
মঙ্গলবার দুপুরে নরসিংদীর মাধবদীর হেরিটেজ রিসোর্টে ঢাকা বিভাগীয় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
জাহিদ মালেক বলেন, তারা করোনার ভ্যাকসিনকে গঙ্গার জল বলেছিলেন, অথচ তারাই আগে ভ্যাকসিন নিয়েছিলেন। সঠিক পরিকল্পনার কারণে করোনায় বিশ্বের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে কম ছিল বাংলাদেশে।
এসময় মন্ত্রী আরও বলেন, জেলা পর্যায়ের স্বাস্থ্য সেবার মান উন্নতি হয়েছে। আগামী দিনে উপজেলা পর্যায়ে আরও ভালো সেবা নিশ্চিতের কাজ চলছে। দেশের প্রতিটি জেলা এবং উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে জনবল, যন্ত্রপাতি এবং সুষ্ঠু তদারকির ঘাটতি ছিলো, এখন এসব সংকট অনেকটাই কেটে গেছে। পুরোপুরি সংকট কাটানোর চেষ্টা চলছে।
মন্ত্রী বলেন, সীমিত সস্পদের সঠিক ব্যবহার ও পরিকল্পনায় স্বাস্থ্যখাত এগিয়ে চলেছে। দেশে এখন কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, লিভার ট্রান্সপ্লান্টও হবে। বিদেশিরা যাতে দেশে চিকিৎসা নিতে আসেন সে লক্ষ্য কাজ করছে সরকার। দেশের বিভিন্ন মেডিকেলে বিদেশী শিক্ষার্থীরাও পড়তে আসছে। স্বাস্থ্যখাতের মানোন্নয়নে চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের আরওি আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম এর সভাপতিত্তে¡ আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. টিটু মিয়া, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ সহ ঢাকা বিভাগের ১৩ টি জেলার সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা।করোনার সময়ে বাংলাদেশে মানুষ সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পেয়েছে উল্লেখ করে চিকিৎসকদের ধন্যবাদ জানান মন্ত্রী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়