ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আবু সাঈদ হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলা: ১২ আসামি ট্রাইব্যুনালে

আদালত ডেস্ক
  • Update Time : ০৯:৫৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / ১৪ Time View

গত ৫ আগস্ট আশুলিয়ার ছয় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফিসহ আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেইসঙ্গে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) সকাল ১০টায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে গত ২ জুলাই আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

গত ১৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়।

আলোচিত এ মামলার অন্য আসামিরা হলেন- সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ (রনি), ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, সাবেক উপপরিদর্শক আরাফাত উদ্দীন, সাবেক উপপরিদর্শক শেখ আবজালুল হক, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা, সাবেক উপপরিদর্শক কামরুল হাসান ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। এই ১১ জনের মধ্যে ৮ জন কারাগারে রয়েছেন।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বৃহস্পতিবার পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল-২। এই মামলায় মোট আসামি ৩০ জন। যাদের মধ্যে ২৬ জনই পলাতক। আজ এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

আদালতে হাজির ওয়া চার আসামি হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

Please Share This Post in Your Social Media

আবু সাঈদ হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলা: ১২ আসামি ট্রাইব্যুনালে

আদালত ডেস্ক
Update Time : ০৯:৫৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

গত ৫ আগস্ট আশুলিয়ার ছয় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফিসহ আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেইসঙ্গে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) সকাল ১০টায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে গত ২ জুলাই আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

গত ১৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়।

আলোচিত এ মামলার অন্য আসামিরা হলেন- সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ (রনি), ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, সাবেক উপপরিদর্শক আরাফাত উদ্দীন, সাবেক উপপরিদর্শক শেখ আবজালুল হক, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা, সাবেক উপপরিদর্শক কামরুল হাসান ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। এই ১১ জনের মধ্যে ৮ জন কারাগারে রয়েছেন।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বৃহস্পতিবার পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল-২। এই মামলায় মোট আসামি ৩০ জন। যাদের মধ্যে ২৬ জনই পলাতক। আজ এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

আদালতে হাজির ওয়া চার আসামি হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।