আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন নারিন
- Update Time : ০৮:৫১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ১৩৮ Time View
বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে তার সরব উপস্থিতি দেখা যায়। তাই অনেক সময় জাতীয় দলকে উপেক্ষা করেই বিভিন্ন লিগে খেলে থাকেন সুনীল নারিন। সেই সূত্রে চার বছর ধরে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে মাঠে নামা হয়নি তার।
অবশেষে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ক্যারিবিয়ান এই তারকা ক্রিকেটার। রোববার (৫ নভেম্বর) ইনস্টাগ্রামে পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার খবর জানিয়েছেন বাভুমা।
বিদায়ী বার্তায় নারিন লিখেছেন, ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ খেলার পর চার বছরের বেশি পেরিয়ে গেছে। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। জনপরিসরে কম কথা বলার মানুষ আমি। তবে ব্যক্তিগতভাবে অল্প কিছু মানুষই আমাকে ক্যারিয়ারজুড়ে নিঃশর্ত সহায়তা করে গেছেন এবং ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখায় সাহায্য করেছেন, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
বিভিন্ন সময় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে নারিনের দ্বন্দ্বের গুঞ্জন থাকলেও দুপক্ষের কেউই এ ব্যাপারে সরাসরিভাবে কিছু জানায়নি। অবসরের আগে তিন সংস্করণ মিলিয়ে মোট ১২২টি ম্যাচ খেলেছেন নারিন। ৬ টেস্টের পাশাপাশি ওয়ানডে খেলেছেন ৬৫টি এবং টি-টোয়েন্টি ৫১টি। ওয়েস্ট ইন্ডিজের ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন নারিন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়