ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আমি যে কাজ করেছি তা বাংলাদেশের ইতিহাসে কোনদিন হয়নিঃ আসিফ নজরুল রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার স্ত্রীকে তালাক দিয়ে যুবকের ৪০ কেজি দুধ দিয়ে গোসল সচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে সরকারের সিদ্ধান্ত কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ‘ধর্ষণের পর’ হত্যা করা হয়েছে: আসামির স্বীকারোক্তি ব্রাজিল সফরে প্রধান বিচারপতি টঙ্গী ফ্লাইওভারে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ কাউন্সিলরের বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় বিপাকে ৪ কর্মকর্তা  নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু নিস্পত্তির মাধ্যমে মামলা জট কমিয়ে বিচার কাজ এগিয়ে নিতে হবে

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ

জান্নাহ, ঢাবি প্রতিনিধি
  • Update Time : ০৭:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৩৭১ Time View

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬৪টি দল নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন।

এ ফুটসাল প্রতিযোগিতার প্রতিপাদ্য হবে, “মাদক, বাল্যবিবাহ, যৌতুক রুখবই, স্মার্ট বাংলাদেশ গড়বই” । বাংলাদেশের বিভিন্ন জেলার সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় ১০০টি বিশ্ববিদ্যালয়কে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে যার মধ্যে সেরা ৬৪টি টিমকে নিয়ে আয়োজিত হবে প্রতিযোগিতাটি।

লিখিত বক্তব্যে সাদ্দাম জানান, আগামী ৪ মার্চ সকাল ৮টায় প্রতিযোগিতা শুরু হবে এবং ১০ মার্চ বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হবে। সবগুলো ম্যাচ রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হবে। ৭ দিনব্যাপী এই আয়োজনে চ্যাম্পিয়ন, ১ম রানার্স আপ এবং ২য় রানার্স আপের ট্রফির পাশাপাশি থাকছে প্লেয়ার অফ দা ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড।

প্রত্যেক দলে পাঁচজন করে খেলোয়াড় অংশ নেবেন। দুজন করে অতিরিক্ত খেলোয়াড় থাকবেন।
মাদক, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে- এমন কয়েকটি সংগঠনকে টুর্নামেন্টে পুরস্কৃত করা হবে।

লিখিত বক্তব্যে সাদ্দাম হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধপরিকর। তারই অংশ হিসেবে শিক্ষার্থীদের চিন্তার উৎকর্ষ সাধন, নিজেদের মধ্যে সম্পর্ক ও সমঝোতা বাড়ানো, সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ তৈরি, মেধা ও মননের সংমিশ্রণ ঘটানোর উদ্দেশ্যেই এ আয়োজন। সর্বোপরি, স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করার উদ্দেশ্য বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শান্ত, ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ

জান্নাহ, ঢাবি প্রতিনিধি
Update Time : ০৭:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬৪টি দল নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন।

এ ফুটসাল প্রতিযোগিতার প্রতিপাদ্য হবে, “মাদক, বাল্যবিবাহ, যৌতুক রুখবই, স্মার্ট বাংলাদেশ গড়বই” । বাংলাদেশের বিভিন্ন জেলার সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় ১০০টি বিশ্ববিদ্যালয়কে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে যার মধ্যে সেরা ৬৪টি টিমকে নিয়ে আয়োজিত হবে প্রতিযোগিতাটি।

লিখিত বক্তব্যে সাদ্দাম জানান, আগামী ৪ মার্চ সকাল ৮টায় প্রতিযোগিতা শুরু হবে এবং ১০ মার্চ বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হবে। সবগুলো ম্যাচ রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হবে। ৭ দিনব্যাপী এই আয়োজনে চ্যাম্পিয়ন, ১ম রানার্স আপ এবং ২য় রানার্স আপের ট্রফির পাশাপাশি থাকছে প্লেয়ার অফ দা ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড।

প্রত্যেক দলে পাঁচজন করে খেলোয়াড় অংশ নেবেন। দুজন করে অতিরিক্ত খেলোয়াড় থাকবেন।
মাদক, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে- এমন কয়েকটি সংগঠনকে টুর্নামেন্টে পুরস্কৃত করা হবে।

লিখিত বক্তব্যে সাদ্দাম হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধপরিকর। তারই অংশ হিসেবে শিক্ষার্থীদের চিন্তার উৎকর্ষ সাধন, নিজেদের মধ্যে সম্পর্ক ও সমঝোতা বাড়ানো, সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ তৈরি, মেধা ও মননের সংমিশ্রণ ঘটানোর উদ্দেশ্যেই এ আয়োজন। সর্বোপরি, স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করার উদ্দেশ্য বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শান্ত, ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ প্রমুখ।