আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ ও মাটি ভরাটের অভিযোগ

- Update Time : ০৮:৩৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / ৩৮৬ Time View
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্ৰাম ইউনিয়নের পশ্চিম দলিরাম শাহ পাড়া গ্ৰামে আদালতের আদেশ অমান্য করে বিরোধীয় সম্পত্তিতে পাকা স্থাপনা নির্মাণ ও মাটি ভরাটের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে,গাড়াগ্ৰাম ইউনিয়নের পশ্চিম দলিরাম শাহ পাড়া গ্ৰামের হাছানুজ্জামানের সঙ্গে প্রতিবেশী রফিকুল ইসলাম,ছবির,আল আমিন,ইফতার আলীদের দীর্ঘদিন ধরে ২৫.৫০ শতক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে।এ নিয়ে সম্প্রতি হাছানুজ্জামান বাদী হয়ে নীলফামারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
আদালতের বিচারক বিরোধপূর্ণ সম্পত্তিতে ১৪৪ ও ১৪৫ ধারা বজায় রাখার জন্য কিশোরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন।
আদালতের ওই নির্দেশের আলোকে থানার ওসি ২৭ মে দুই পক্ষকে ১৪ আগস্ট পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারি করেন। কিন্তু আদালত ও থানা পুলিশের এই আদেশ অমান্য করে রফিকুল ইসলাম গং বিরোধীয় সম্পত্তিতে পাকা ভবন ও মাটি ভরাটের কাজ অব্যাহত রাখেন।
পৈত্রিক সূত্রে ওই সম্পত্তির মালিক হাছানুজ্জামান অভিযোগ করেন, ওই পুলিশ কর্মকর্তা চলে যাওয়ার পরে রফিকুল ইসলাম আবার কাজ শুরু করেন।
এ ব্যাপারে হাছানুজ্জামান ওই সম্পত্তি পৈত্রিক সূত্রে তাদের বলে দাবি করেন।
এ বিষয়ে থানার এএসআই জাহিদুল ইসলাম জানান, রফিকুল ইসলাম গং আদালতের আদেশ অমান্য করায় মামলার বাদীকে আদালতে ১৮৮ ধারায় অভিযোগ করতে বলা হয়েছে।