ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
শুভাঢ্যা খালটাকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সাথে প্রবাহমান করে সমৃদ্ধ করে দিতে চাই – সৈয়দা রিজওয়ানা হাসান তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে মওকাবাজরা তৎপর : এখনই রাশ টানা দরকার সেই চিহ্নিত দুর্নীতিবাজ জজ এবার আইন সচিব হচ্ছেন! বিচারপতি আখতারুজ্জামানের শুনানি সম্পন্ন; খুরশীদ আলমের শুনানি ২ সেপ্টেম্বর আফ্রিদির মুখোশ খুললেন তানভীর রাহী ‘মাহফুজ আলমের ওপর হামলাচেষ্টা, শুধু ধৃষ্টতা নয় দেউলিয়াত্বের ও বহিঃপ্রকাশ’ শপথ নিলেন নবনিযুক্ত ২৫ বিচারপতি বিচার বিভাগ স্বাধীন, দক্ষ ও মানবিক হলে তবেই আস্থা অর্জন করতে পারবে: প্রধান বিচারপতি পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

আড়াইহাজারে শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৪:০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ২৭৪ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে মো. নাইমুর রহমান (৩৫) নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আরেক ধারায় তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. নাইমুর রহমান বরগুনার লতাবাড়িয়া এলাকার মো. আব্দুল জাব্বারের ছেলে। তিনি ভুক্তভোগী শিশুর পাশের বাসায় ভাড়া থাকতেন।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর দায়ের করা মামলায় আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ রাকিব বলেন, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর দণ্ডপ্রাপ্ত আসামি মো. নাইমুর রহমান ৬ বছরের শিশুকে আইসক্রিম ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ভাড়া বাসায় নিয়ে ধর্ষণের পর হত্যা করেন।

আদালত ১০ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আসামি নিজে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন শিশুকে ধর্ষণের পর হত্যা করেছেন। মামলার বাদীপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

আড়াইহাজারে শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার
Update Time : ০৪:০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে মো. নাইমুর রহমান (৩৫) নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আরেক ধারায় তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. নাইমুর রহমান বরগুনার লতাবাড়িয়া এলাকার মো. আব্দুল জাব্বারের ছেলে। তিনি ভুক্তভোগী শিশুর পাশের বাসায় ভাড়া থাকতেন।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর দায়ের করা মামলায় আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ রাকিব বলেন, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর দণ্ডপ্রাপ্ত আসামি মো. নাইমুর রহমান ৬ বছরের শিশুকে আইসক্রিম ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ভাড়া বাসায় নিয়ে ধর্ষণের পর হত্যা করেন।

আদালত ১০ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আসামি নিজে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন শিশুকে ধর্ষণের পর হত্যা করেছেন। মামলার বাদীপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।