ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি
“আজ বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল দেশে মডেল হিসেবে পরিণত হয়েছে”
- Update Time : ০৯:১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ৪২৮ Time View
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলীয় কুরি শান্তি প্রদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বাংলাদেশ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় দফায় ৬১টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অব:) এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির,উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভুঁইয়া বকুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, বাঞ্ছারামপুর মডেল থানা অফিসার ইনচার্জ নুরে আলমসহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকবৃন্দগণ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেন, জুলিও কুরি শান্তি পদকের আগে কোন বাঙালি আন্তর্জাতিক খেতাব পায়নি। এটিই বাঙালির প্রথম আন্তর্জাতিক শান্তি পদক খেতাব। একমাত্র বাঙালি হিসেবে জাতীর জনক শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পুরষ্কার পেয়েছেন। এমনি করে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০টির বেশি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। যা বাংলাদেশের কোন রাষ্টপ্রধান আগে পায়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে জেনে নির্বাচনে আসতে ভয় পাচ্ছে। এদেশের জনগণ তাদের প্রত্যাক্ষণ করেছে। আজ বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল দেশে মডেল হিসেবে পরিণত হয়েছে। বিদেশি প্রভুদের কাছে ধরণা দিচ্ছে বিএনপি নেতারা। বিদেশি প্রভুরা ক্ষমতায় আনতে পারবেনা তাদের। ক্ষমতায় আসতে হলে জণগনকে ভালোবাসতে হবে। জালাও পোড়াও করে ক্ষমতা থেকে আওয়ামীলীগ সরকারকে বিএনপি সরাতে পারবে না।