আজও বাঁশ দিয়ে রাস্তা আটকে দিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

- Update Time : ০১:২২:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৫ Time View
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) তারা রেলপথ ও মহাসড়কে সর্বাত্মক অবরোধ এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন।
ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সকাল থেকে কলেজের প্রধান ফটকে জড়ো হন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে তারা জানান, উপস্থিতি বাড়লে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করবেন।
এদিকে দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। এসময় তারা গুলশান থেকে মহাখালী ও মহাখালী থেকে গুলশান যাওয়ার সড়কে বাঁশ ফেলে অবরোধ শুরু করেছেন। এতে রাস্তার দুই লেনে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র যানজটে পড়েছেন যাত্রীরা।
শিক্ষার্থীরা বলছেন, আপাতত তারা বাঁশ ফেলে গুলশান-মহাখালী সড়ক বন্ধ রাখছেন। শিক্ষার্থীদের উপস্থিতি আরেকটু বাড়লে তারা বিক্ষোভ মিছিল নিয়ে আমতলী মোড়ে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করবেন। তাছাড়া গুলশান-১ গোলচত্বর ও মহাখালী রেলক্রসিংয়েও অবরোধ করা হবে।
সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তরের এক দফা দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো অনশন করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে আজ তাদের ১১ ঘণ্টার সর্বাত্মক অবরোধ ও কলেজ শাটডাউন কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে জড়ো হচ্ছেন।
পূর্বঘোষণা অনুযায়ী, সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে সর্বাত্মক অবরোধ ও শাটডাউন কর্মসূচি করার কথা তাদের। তবে এদিন দুপুর ১২টা পর্যন্ত মহাখালী আমতলী মোড়, রেলক্রসিং, গুলশান-১ গোলচত্বর কোথাও অবরোধ করতে দেখা যায়নি।
কলেজ ফটকে জড়ো হওয়া শিক্ষার্থীরা জানান, স্বরসতী পূজার কারণে শাটডাউন কিছুটা শিথিল রয়েছে। তাছাড়া এখনো উপস্থিতিও কম। সেজন্য তারা অবরোধ করতে যাননি। উপস্থিতি বাড়লে কিছুক্ষণ পর থেকে মহাখালী আমতলী মোড়ে মিছিল নিয়ে যাবেন। এরপর সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করবেন।
রাজিবুল হক নামে একজন শিক্ষার্থী বলেন, ‘গত কয়েকদিনের আন্দোলনে সবাই টায়ার্ড (ক্লান্ত)। গতকালও রাত ১২টা পর্যন্ত আন্দোলনে ছিলাম আমরা। রাতে ফিরতেও দেরি হয়। সকালে এজন্য অনেকে ঘুম থেকে উঠে আসতে দেরি করে। তাছাড়া আজকে পূজা রয়েছে। পূজার জন্য কিছুটা দেরিতে কঠোর কর্মসূচিতে যাচ্ছি আমরা’।
এছাড়া কলেজে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি করা হবে। কাউকে কলেজের ভেতরে প্রবেশ করতেও দেওয়া হবে না, বের হতেও দেওয়া হবে না। ক্লাস, অফিস সব বন্ধ থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়