ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ভুয়া সেনা সদস্য পরিচয়ে প্রেম: অতপর সেনাবাহিনীর হাতে আটক ট্রেনের ভাড়া ৩২ লাখ টাকা অগ্রিম পরিশোধ করেছে জামায়াত ইন্টারনেট শাটডাউন রোধে আইন আসছে : ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু নারায়ণগঞ্জে সন্ত্রাসের অভয়ারণ্য ভেঙে ফেলব : নাহিদ ইসলাম এনসিপির সমাবেশে হামলা: আ.লীগের দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমের প্রশংসা করলেন লরেন ড্রেয়ার জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে : প্রধান উপদেষ্টা ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার সুযোগ হারানো যাবে না : প্রধান বিচারপতি
অপারেশন ‘ডেভিল হান্ট’

আগ্রাবাদে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার, যুবক আটক

চট্টগ্রাম ব্যুরো
  • Update Time : ১০:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৭ Time View

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি এলজি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে এক যুবককে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কর্ণফুলী মার্কেট সংলগ্ন সারিয়াপাড়া বরফকল এলাকার একটি টিনশেড ভবনের চালা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। অভিযানে আটক যুবকের নাম ইউসুফ শান্ত (২৪)।

তিনি ওই টিনশেড ঘরের বাসিন্দা। পুলিশ জানায়, দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অস্ত্রের বিষয়ে স্বীকারোক্তি দেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শান্তকে আটকের পর জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

নগর পুলিশের পশ্চিম বিভাগের উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, ‘শান্তর দেয়া তথ্য অনুযায়ী সারিয়াপাড়া বরফকল এলাকায় অভিযান চালানো হয়। সে নিজেই অস্ত্রের অবস্থান দেখিয়ে দেয় এবং ঘরের চালা থেকে অস্ত্রটি বের করে।’

তিনি আরও জানান, শান্তকে জিজ্ঞাসাবাদে আরও দুইজনের নাম পাওয়া গেছে, যারা এ ঘটনায় জড়িত। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। যে বা যারাই অপরাধ করবে, তাদের আইনের আওতায় আনা হবে। ইউসুফের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।’

Please Share This Post in Your Social Media

অপারেশন ‘ডেভিল হান্ট’

আগ্রাবাদে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার, যুবক আটক

চট্টগ্রাম ব্যুরো
Update Time : ১০:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি এলজি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে এক যুবককে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কর্ণফুলী মার্কেট সংলগ্ন সারিয়াপাড়া বরফকল এলাকার একটি টিনশেড ভবনের চালা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। অভিযানে আটক যুবকের নাম ইউসুফ শান্ত (২৪)।

তিনি ওই টিনশেড ঘরের বাসিন্দা। পুলিশ জানায়, দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অস্ত্রের বিষয়ে স্বীকারোক্তি দেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শান্তকে আটকের পর জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

নগর পুলিশের পশ্চিম বিভাগের উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, ‘শান্তর দেয়া তথ্য অনুযায়ী সারিয়াপাড়া বরফকল এলাকায় অভিযান চালানো হয়। সে নিজেই অস্ত্রের অবস্থান দেখিয়ে দেয় এবং ঘরের চালা থেকে অস্ত্রটি বের করে।’

তিনি আরও জানান, শান্তকে জিজ্ঞাসাবাদে আরও দুইজনের নাম পাওয়া গেছে, যারা এ ঘটনায় জড়িত। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। যে বা যারাই অপরাধ করবে, তাদের আইনের আওতায় আনা হবে। ইউসুফের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।’