ব্রেকিং নিউজঃ
আগামীকাল থেকে শুরু টিসিবির পণ্য বিক্রি

নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১১:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ৭১ Time View
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় আগামীকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে আবারও শুরু হচ্ছে টিসিবির ট্রাকসেল কার্যক্রম।
রোববার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন টিসিবি। নিম্ন আয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি সাশ্রয়ী মূল্যে কিনতে পারবে।
নতুন করে শুরু হওয়া এই ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমে ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করা হবে।টিসিবির ট্রাকে একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মশুর ডাল, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর ক্রয় করতে পারবেন।
এছাড়াও উক্ত কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তারা ঢাকা মহানগরী এবং চট্টগ্রামে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি কিনতে পারবেন।