আখাউড়ায় জমি দখলের চেষ্টা ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

- Update Time : ১১:৪০:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / ২৩ Time View
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি দখলের চেষ্টা, বাড়িঘর ভাংচুর ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর গ্রামের মোঃ আলেফ খানের বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলেফ খান।
লিখিত বক্তব্যে আলেফ খান অভিযোগ কওে বলেন, রামধননগর গ্রামের ইদ্রিস মিয়ার সাথে আমার জায়গা নিয়া আদালতে মামলা ছিল। গত ১৬ ফেব্রæয়ারি আমার পক্ষে আদালতের রায় আসে। রায়ের কপি আখাউড়া থানায় পাঠানো হয়। আখাউড়া থানার এ এস আই কামরুল হাসান সরজমিনে এসে বিবাদীদেরকে আদালতের আদেশ দেখিয়ে আমার জায়গায় যেন তারা না আসে নিষেধ করে যায়। এতে ইদ্রিস মিয়া ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি ধমকি দিলে আমি ভয়ে থানায় যাই। এ ঘটনার জের ধরে শনিবার (১মার্চ) সন্ধ্যায় ইদ্রিস মিয়াও মোঃ কুতুব মেম্বারের লোক জন আমার বাড়িতে এসে হামলা ও মারধর করে। আমার বাগানের প্রায় ৩০টি আম গাছের চারা ভেঙ্গে উপড়ে ফেলে। একটি খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ঘরের দরজা-জানালা ভাংচুর করে। বাঁধা দিতে গেলে আমার মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে। আদালতের আদেশ অমান্য কওে প্রভাবশালীরা আমার জমি দখলের চেষ্টা করছে। এখন আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যপারে জানতে চাইলে এ এস আই কামরুল হাসান বলেন, আদালতের রায়ের কপি পেয়ে আমি উভয় পক্ষকে রায়ের বিষয়টি অবগত করি। ইদ্রিস মিয়াকে ওই জায়গায় যেতে নিষেধ করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমি উদ্দিন ছুটিতে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জানতে চাইলে কুতুব মিয়া মেম্বার বলেন, আলেফ খানের জায়গার পাশে আমার নাল ভূমি আছে। তার জায়গার দাগ ও আমার জায়গার দাগ আলাদা। তাকে মারধর ও জায়গা দখলে যাওয়ার অভিযোগ সঠিক নয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়