ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা রংপুর বিভাগের ১৩ বিদ্যালয়ে পাস করেনি কেউ প্রধান বিচারপতির সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাত রংপুরে শিশু মৃত্যুর ঘটনায় অপারেশন থিয়েটার সিলগালা: ১ লাখ টাকা জরিমানা ১১ জুলাই কুবিতে আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনওকে পীরগাছায় বদলি সেনাপ্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারির সাক্ষাৎ শিক্ষার্থীদের ‘লাথি-ঘুষি মারা’ সেই ওসি বদলি মামলা জট কমানো, ন্যায় বিচার নিশ্চিত ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আমেরিকা শুল্ক না কমালে দেশের অর্থনীতিতে প্রভাব প্রভাব পড়বে: বাণিজ্য সচিব 

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পূর্বাচল ৩০০ ফিট সড়কে যৌথ বাহিনীর বিশেষ তল্লাশি

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৫:১৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / ২২৮ Time View

বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত, পূর্বাচলের ৩০০ ফিট, ১১ নম্বর সেক্টর ও মাজার রোড সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর ট্রাফিক পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশ সমন্বয়ে চেক পোস্ট পরিচালিত হয়।

এই যৌথ অভিযানে প্রায় ২০০ টির অধিক যানবাহন তল্লাশি করা হয়। বৈধ কাগজপত্র, ফিটনেস, লাইসেন্স, হেলমেট, ব্যবহার এবং অতিরিক্ত গতিসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়। যেসব চালক এইসব নিয়ম বঙ্গ করছেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন শাকিব জানান, কোন সন্ত্রাস বা মাদক কারবারি যেন ঢুকতে না পারে, সেজন্যই আমাদের এই বিশেষ তাৎপরতা। জনগণের নিরাপত্তা, আইন শৃঙ্খলা এবং আইনের শাসন নিশ্চিত করতে সেনাবাহিনীর পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।

পূর্বাচল ফাঁড়ির ইনচার্জ কামরুল হোসেন বলেন, যেসব যানবাহন কাগজপত্র বিহীন বা ফিটনেস বিহীন আর যে সব মোটরসাইকেল চালকের হেলমেট নেই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা ও শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ককে শৃঙ্খলা ফেরাতে কাজ করছি।

তিনি আরো জানান, চুরি ছিনতাই ও ডাকাতি বোধে আমরা সতর্ক। অনেকে কর্মজীবী মানুষের বেশে অপরাধ করতে পারে, তাই নিয়মিত চেকপোষ্ট চালু থাকবে।

জনসাধারণের প্রতিক্রিয়া :

তল্লাশি ও অভিযান চলাকালীন কিছুটা যানজট সৃষ্টি হলেও সাধারণ মানুষে যৌথ বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এই ধরনের  তৎপরতা রাজধানীর নিরাপত্তা ও শাসন বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, পূর্বাচল নয় সারাদেশে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রবেশপথে ও এমন অভিযান চলবে। স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তাৎপরতা আরো জোরদার করবে।

Please Share This Post in Your Social Media

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পূর্বাচল ৩০০ ফিট সড়কে যৌথ বাহিনীর বিশেষ তল্লাশি

নিজস্ব প্রতিনিধি
Update Time : ০৫:১৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত, পূর্বাচলের ৩০০ ফিট, ১১ নম্বর সেক্টর ও মাজার রোড সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর ট্রাফিক পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশ সমন্বয়ে চেক পোস্ট পরিচালিত হয়।

এই যৌথ অভিযানে প্রায় ২০০ টির অধিক যানবাহন তল্লাশি করা হয়। বৈধ কাগজপত্র, ফিটনেস, লাইসেন্স, হেলমেট, ব্যবহার এবং অতিরিক্ত গতিসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়। যেসব চালক এইসব নিয়ম বঙ্গ করছেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন শাকিব জানান, কোন সন্ত্রাস বা মাদক কারবারি যেন ঢুকতে না পারে, সেজন্যই আমাদের এই বিশেষ তাৎপরতা। জনগণের নিরাপত্তা, আইন শৃঙ্খলা এবং আইনের শাসন নিশ্চিত করতে সেনাবাহিনীর পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।

পূর্বাচল ফাঁড়ির ইনচার্জ কামরুল হোসেন বলেন, যেসব যানবাহন কাগজপত্র বিহীন বা ফিটনেস বিহীন আর যে সব মোটরসাইকেল চালকের হেলমেট নেই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা ও শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ককে শৃঙ্খলা ফেরাতে কাজ করছি।

তিনি আরো জানান, চুরি ছিনতাই ও ডাকাতি বোধে আমরা সতর্ক। অনেকে কর্মজীবী মানুষের বেশে অপরাধ করতে পারে, তাই নিয়মিত চেকপোষ্ট চালু থাকবে।

জনসাধারণের প্রতিক্রিয়া :

তল্লাশি ও অভিযান চলাকালীন কিছুটা যানজট সৃষ্টি হলেও সাধারণ মানুষে যৌথ বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এই ধরনের  তৎপরতা রাজধানীর নিরাপত্তা ও শাসন বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, পূর্বাচল নয় সারাদেশে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রবেশপথে ও এমন অভিযান চলবে। স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তাৎপরতা আরো জোরদার করবে।