‘আইটেম গার্ল’ তকমা নিতে রাজি নন নুসরাত ফারিয়া

- Update Time : ০৬:২৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ৫৪৬ Time View
ঈদুল আজহায় রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় ‘ও টাকা তুই আমার কলিজা আর জান’ আইটেম গানে নেচেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এতে ‘আইটেম গার্ল’ তকমা লেগে যায় তার ক্যারিয়ারে। কিন্তু এমন বিশেষণে আপত্তি জানিয়েছেনে এই নায়িকা।
সংবাদমাধ্যমে ফারিয়া জানিয়েছেন, প্রত্যেক শিল্পীই একেকজন পারফর্মার। কিন্তু ‘আইটেম গার্ল’ শব্দ দিয়ে মেয়েদের বিশেষায়িত করা হচ্ছে। ফারিয়া বলেন, ‘আমার মনে হয়, এ সময়ে এসে আমরা কাউকে আইটেম গার্ল বলতে পারি না।’ নায়িকার ভাষ্য, ‘এ ধরনের গানে ছেলেদেরও দেখা যায়। কিন্তু তাদের কেউ ‘আইটেম বয়’ বলে না।
ফারিয়া প্রশ্ন তোলেন, মেয়েদের কেন আইটেম গার্ল বলা হবে? চিত্রনায়িকার মতে, এতে শিল্পীরা লিঙ্গ বৈষম্যের শিকার হন।
নুসরাত ফারিয়া আরও বলেন, ‘গানটি করার আগে আমার যে চিন্তা ঘুরছিল তা হলো, দিন শেষে আমরা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই কাজ করি। আমার জন্য যদি ৫০ জন দর্শক হলে যান, তাহলে সিনেমারই লাভ। যারা হলে গিয়ে ছবি দেখার অভ্যাস হারিয়ে ফেলেছেন, তাদের হলে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’
ফারিয়া আরও জানান, গানটিতে পারফর্ম করা খুব উপভোগ্য ছিল তার। যদিও শুরুতে এই গানে নাচতে রাজি ছিলেন না তিনি। অভিনেত্রী বলেন, ‘এ গানের প্রস্তাব যখন পাই তখন গানটি আমার পছন্দ হয়নি। এ কারণে তাদের প্রথমে না করে দিই। দুই সপ্তাহ পর তারা আবারও আমার কাছে আসে। জানায়, এ গানটি যেভাবে পরিকল্পনা করা হয়েছে, সেখানে আমাকেই প্রয়োজন। তারপর তাদের কিছু শর্ত দিই। প্রথমত, গান পরিবর্তন করতে হবে, কে কোরিওগ্রাফি করবে, চার শ ড্যান্সার লাগবে।এ কারণে তাদের বাজেট বেড়ে গিয়েছিল। কিন্তু তারা সবকিছু ব্যবস্থা করেছে। এ কারণেই এত ভালো আউটপুট হয়েছে।’
এদিকে কাজের বাইরে বিভিন্ন সময়ে ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়েও আলোচনা-সমালোচনায় থাকেন ফারিয়া। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অবতারে হাজির হন তিনি।
গত বৃহস্পতিবার খোলামেলা পোশাকে কিছু ছবি পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন ফারিয়া। তবে সোশ্যাল মিডিয়ায় বাজে মন্তব্য নিয়ে কখনোই বিচলিত হন না তিনি।
ফারিয়া বলেন, ‘আমি আমার ভক্তদের সামনে কখনোই নিজেকে ফেকভাবে উপস্থাপন করতে পছন্দ করি না। আমি যে রকম সেভাবেই তাদের সামনে নিজেকে উপস্থাপন করি। অনেক সময় নেটিজেনদের কাছ থেকে নেগেটিভ মন্তব্য পেলেও সেগুলো গুরুত্ব দিই না। আমি জানি আমার কাজগুলো আমার হয়ে কথা বলবে। যে যাই বলছে বা করছে, দিন শেষে বাড়িতে গিয়ে তারা কিন্তু আমার কাজ দেখে।’