অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত
- Update Time : ১১:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ৪৫ Time View
কিশোরগঞ্জের হাওরাঞ্চলের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
গত ২৫ নভেম্বর মন্ত্রণালয়ের উপসচিব মোঃ নূরে আলম স্বাক্ষরিত এক সরকারী চিঠিতে তার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, মোহাম্মদ আনোয়ার হোসেন কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই ২ জুলাই ইতালিতে গমন করেন। যা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (সংশোধিত ২০১১) এর ৩৪(১)(খ) ধারা অনুযায়ী অসদাচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার গুরুতর অভিযোগ যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হয়। তার অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রশাসনিক জটিলতা তৈরি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সরকারি কর্তৃপক্ষের প্রতিবেদনের ভিত্তিতে ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বিদেশযাত্রা অনিয়মিতভাবে করা বা কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার কোনো উদ্দেশ্য তার ছিল না।
তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন ধরে ইতালিতে প্রবাসী হিসেবে থাকতাম। নানা শারীরিক সমস্যার কারণে আমার সেখানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন হয়েছিল। সেই ধারাবাহিকতায় ২ জুলাই ইতালি যাই। যাওয়ার আগে বিভাগীয় কমিশনার বরাবর দুটি ছুটির দরখাস্ত জমা দিয়েছিলাম। কোনো অজানা কারণে হয়তো সেই আবেদন কমিশনারের দপ্তরে পৌঁছায়নি। এরপর ১৩ অক্টোবর চিকিৎসা শেষে দেশে ফিরে এসে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই।
আনোয়ার হোসেন আরও দাবী করেন, তার অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ব্যাহত হয়নি এবং পরিষদের কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করেছেন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জেবুন নাহার শাম্মী জানান, মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের একটি চিঠি আমাদের কাছে এসেছে। নির্দেশনা অনুযায়ী আমরা প্রক্রিয়া সম্পন্ন করছি। বরখাস্তের মেয়াদকালে তিনি আর চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না।






































































































































