ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা রংপুর বিভাগের ১৩ বিদ্যালয়ে পাস করেনি কেউ প্রধান বিচারপতির সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাত রংপুরে শিশু মৃত্যুর ঘটনায় অপারেশন থিয়েটার সিলগালা: ১ লাখ টাকা জরিমানা ১১ জুলাই কুবিতে আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনওকে পীরগাছায় বদলি সেনাপ্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারির সাক্ষাৎ শিক্ষার্থীদের ‘লাথি-ঘুষি মারা’ সেই ওসি বদলি মামলা জট কমানো, ন্যায় বিচার নিশ্চিত ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আমেরিকা শুল্ক না কমালে দেশের অর্থনীতিতে প্রভাব প্রভাব পড়বে: বাণিজ্য সচিব 

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক এমপি নুর মোহাম্মদ মণ্ডল কারাগারে

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো
  • Update Time : ০৯:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / ২৪০ Time View

অবৈধ সম্পদ অর্জনের মামলায় রংপুর পীরগঞ্জ ৬ সংসদীয় আসনে সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডলকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সিনিয়র জেলা দায়রা জজ ফজলে খোদা মো: নাজির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডলের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও দখলে রাখার একটি অভিযোগ দুদকে করা হয়। সেই অভিযোগের বিষয়টি প্রাথমিক প্রমানিত হয়।

কমিশনের অনুমোদনক্রমে তার বিরুদ্ধে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করা হয়। পরবর্তিতে তিনি নিজ নামে স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন। তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি ৫ কোটি ২২ লাখ ৫৬ হাজার ১৬৮  টাকার স্থাবর ও ২৯ লাখ ৮ হাজার ২১৭ টাকার অস্থাবর সম্পদ এবং দায়-দেনা হিসেবে ৫ কোটি ৮৪ লাখ ৭৮ হাজার ৩০৯ টাকার হিসাব কমিশনে দাখিল করেন।

পরে দুদক থেকে অনুসন্ধ্যানে ৫ কোটি ২২ লাখ ৫৬ হাজার ১৬৮ টাকার স্থাবর সম্পদের তথ্য দাখিল করলেও তার মোট স্থাবর সম্পদের পরিমাণ ৮ কোটি ৯৮ লাখ ৮৮ হাজার ৮০২ টাকা পাওয়া যায়। দায়-দেনা হিসেবে ৫ কোটি ৮৪ লাখ ৭৮ হাজার ৩০৯ টাকার হিসাব কমিশনে দাখিল করলেও তা প্রকৃতভাবে বেশি দেখিছেন ১ কোটি ৩১ লাখ ৬৪ হাজার ২১৮ টাকার। প্রকৃতপক্ষে ওই টাকাও তার গোপন বা মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ও জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত। যা তিনি ভোগ দখলে রেখেছেন। তিনি এসব সম্পদ ২ বার সংসদ সদস্য ও ২ বার উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

নুর মোহাম্মাদ মন্ডল তার আয়ের উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে রুপান্তর এবং জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২)(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। সেই অপরাধ আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের উপসহকারী পরিচালক নূর আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলার আলোকে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

উল্লেখ্য নুর মোহাম্মদ মন্ডল রংপুর পীরগঞ্জ ৬ সংসদীয় আসন থেকে দুইবার সংসদ সদস্য ও দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন।

Please Share This Post in Your Social Media

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক এমপি নুর মোহাম্মদ মণ্ডল কারাগারে

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো
Update Time : ০৯:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

অবৈধ সম্পদ অর্জনের মামলায় রংপুর পীরগঞ্জ ৬ সংসদীয় আসনে সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডলকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সিনিয়র জেলা দায়রা জজ ফজলে খোদা মো: নাজির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডলের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও দখলে রাখার একটি অভিযোগ দুদকে করা হয়। সেই অভিযোগের বিষয়টি প্রাথমিক প্রমানিত হয়।

কমিশনের অনুমোদনক্রমে তার বিরুদ্ধে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করা হয়। পরবর্তিতে তিনি নিজ নামে স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন। তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি ৫ কোটি ২২ লাখ ৫৬ হাজার ১৬৮  টাকার স্থাবর ও ২৯ লাখ ৮ হাজার ২১৭ টাকার অস্থাবর সম্পদ এবং দায়-দেনা হিসেবে ৫ কোটি ৮৪ লাখ ৭৮ হাজার ৩০৯ টাকার হিসাব কমিশনে দাখিল করেন।

পরে দুদক থেকে অনুসন্ধ্যানে ৫ কোটি ২২ লাখ ৫৬ হাজার ১৬৮ টাকার স্থাবর সম্পদের তথ্য দাখিল করলেও তার মোট স্থাবর সম্পদের পরিমাণ ৮ কোটি ৯৮ লাখ ৮৮ হাজার ৮০২ টাকা পাওয়া যায়। দায়-দেনা হিসেবে ৫ কোটি ৮৪ লাখ ৭৮ হাজার ৩০৯ টাকার হিসাব কমিশনে দাখিল করলেও তা প্রকৃতভাবে বেশি দেখিছেন ১ কোটি ৩১ লাখ ৬৪ হাজার ২১৮ টাকার। প্রকৃতপক্ষে ওই টাকাও তার গোপন বা মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ও জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত। যা তিনি ভোগ দখলে রেখেছেন। তিনি এসব সম্পদ ২ বার সংসদ সদস্য ও ২ বার উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

নুর মোহাম্মাদ মন্ডল তার আয়ের উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে রুপান্তর এবং জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২)(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। সেই অপরাধ আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের উপসহকারী পরিচালক নূর আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলার আলোকে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

উল্লেখ্য নুর মোহাম্মদ মন্ডল রংপুর পীরগঞ্জ ৬ সংসদীয় আসন থেকে দুইবার সংসদ সদস্য ও দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন।