ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আমরা ধর্ম চর্চা করবো, কারো প্রতি বিদ্ধেষ করবোনা: ধর্ম উপদেষ্টা টঙ্গীতে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে কুপিয়ে হত্যা আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা: ড. খলিলুর রহমান ৫ মাসেও সন্ধান মিলেনি উখিয়ায় অপহ্নত ৪ জেলের : পরিবারে চলছে শোকের মাতম আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়  চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা ইউছুফ আটক গাছ কাটাকে কেন্দ্র করে মাকে হত্যা; ছেলে গ্রেফতার প্রেমিকের প্রলোভনে স্বামীকে তালাক, বিয়ের দাবিতে প্রেমিকার অনশন পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

অবমুক্ত লিমন আহমেদের ‘বড় মেয়ে’

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ১১:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • / ১৫৭ Time View

সম্প্রতি নিজের লুক নিয়ে নতুনভাবেই যেন আলোচ্য রুনা খান। তাই এই নতুন রুনা খানের কোন কাজটি আসছে তা নিয়েও কৌতূহল অনেক।
গেল ঈদে কিংবদন্তী নির্মাতা ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ সিনেমার প্রেরণায় নির্মিত হয়েছে বড় মেয়ে নাটকটি। এতে নাম ভুমিকায় ছিলেন রুনা খান।

পিকক এন্টারটেইনমেন্টের ব্যানারে লিমন আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শাহাজাদা ইসলাম শায়খ।

নাটকটির প্লট-গল্প ও অভিনয় নেটিজেনদের মাঝে প্রশংসিত হয়েছে। বিশেষ করে ইউটিউব ভিত্তিক একাধিক নাটকে অশ্লীলতার চুড়ান্তকরণের এই সময়ে এমন ক্ল্যাসিক একটি প্লট নিয়ে তৈরি কাজ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রুনা খান বলেন, দারুণ একটি গল্পে কাজ করছি। সংসারের জন্য বড় সন্তান বিশেষ করে বড় মেয়েদের যে স্যাক্রিফাইস, মমতা সেই চিত্র এ নাটকে ফুটে উঠেছে।

পাশাপাশি উঠে এসেছে সব ত্যাগ করে সংসার আগলে রাখা বড় মেয়ের সঙ্গে পরিবারের সদস্যদের নির্মম ব্যবহার ও অনুশোচনার গল্প।
কিছু কাজের ক্ষেত্রে মাধ্যম বা কোন ধারার কাজ সেটি বিবেচ্য হয়ে ওঠে না। বিবেচ্য হয় গল্পটা। এই কাজটি তেমন।

নাট্যকার লিমন আহমেদ বলেন, বহু বছর আগে ঋত্বিক ঘটক মেঘে ঢাকা তারা নির্মাণ করেছিলেন। সে সিনেমায় সংসারের প্রতি নীতু চরিত্রের যে মমতা, ত্যাগ তা আজও নানা সংসারে চলমান। আবার নীতুর মতো অনেকেই পারিবারিক অকৃতজ্ঞতার শিকার হচ্ছে।

এই অকৃতজ্ঞতার দেয়াল ভেঙে আমরা যেন পরিবারের দায়িত্বশীল মানুষটির প্রতি যত্নবান হই তারই বার্তা দেওয়ার চেষ্টা করেছি বড় মেয়ে নাটকটিতে।

পিকক এন্টারটেইনমেন্টের ব্যানারে ৭ জুলাই নাটকটি অবমুক্ত হয়। এ নাটকে রুনা খানের বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। আরও আছেন নাদের চৌধুরী,সাইফুদ্দিন সিয়াম, জারা জয়া,মিথুন আহমেদ,সাজন প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

অবমুক্ত লিমন আহমেদের ‘বড় মেয়ে’

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ১১:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩

সম্প্রতি নিজের লুক নিয়ে নতুনভাবেই যেন আলোচ্য রুনা খান। তাই এই নতুন রুনা খানের কোন কাজটি আসছে তা নিয়েও কৌতূহল অনেক।
গেল ঈদে কিংবদন্তী নির্মাতা ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ সিনেমার প্রেরণায় নির্মিত হয়েছে বড় মেয়ে নাটকটি। এতে নাম ভুমিকায় ছিলেন রুনা খান।

পিকক এন্টারটেইনমেন্টের ব্যানারে লিমন আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শাহাজাদা ইসলাম শায়খ।

নাটকটির প্লট-গল্প ও অভিনয় নেটিজেনদের মাঝে প্রশংসিত হয়েছে। বিশেষ করে ইউটিউব ভিত্তিক একাধিক নাটকে অশ্লীলতার চুড়ান্তকরণের এই সময়ে এমন ক্ল্যাসিক একটি প্লট নিয়ে তৈরি কাজ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রুনা খান বলেন, দারুণ একটি গল্পে কাজ করছি। সংসারের জন্য বড় সন্তান বিশেষ করে বড় মেয়েদের যে স্যাক্রিফাইস, মমতা সেই চিত্র এ নাটকে ফুটে উঠেছে।

পাশাপাশি উঠে এসেছে সব ত্যাগ করে সংসার আগলে রাখা বড় মেয়ের সঙ্গে পরিবারের সদস্যদের নির্মম ব্যবহার ও অনুশোচনার গল্প।
কিছু কাজের ক্ষেত্রে মাধ্যম বা কোন ধারার কাজ সেটি বিবেচ্য হয়ে ওঠে না। বিবেচ্য হয় গল্পটা। এই কাজটি তেমন।

নাট্যকার লিমন আহমেদ বলেন, বহু বছর আগে ঋত্বিক ঘটক মেঘে ঢাকা তারা নির্মাণ করেছিলেন। সে সিনেমায় সংসারের প্রতি নীতু চরিত্রের যে মমতা, ত্যাগ তা আজও নানা সংসারে চলমান। আবার নীতুর মতো অনেকেই পারিবারিক অকৃতজ্ঞতার শিকার হচ্ছে।

এই অকৃতজ্ঞতার দেয়াল ভেঙে আমরা যেন পরিবারের দায়িত্বশীল মানুষটির প্রতি যত্নবান হই তারই বার্তা দেওয়ার চেষ্টা করেছি বড় মেয়ে নাটকটিতে।

পিকক এন্টারটেইনমেন্টের ব্যানারে ৭ জুলাই নাটকটি অবমুক্ত হয়। এ নাটকে রুনা খানের বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। আরও আছেন নাদের চৌধুরী,সাইফুদ্দিন সিয়াম, জারা জয়া,মিথুন আহমেদ,সাজন প্রমুখ।