অপু-সজলের ‘দুর্বার’
- Update Time : ১২:৫৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ১৩ Time View
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস নতুন সিনেমা ‘দুর্বার’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। আগামী ১৬ ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন অপু বিশ্বাস ও সজল। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। নির্মাতার ভাষ্য, ‘‘দুর্বার’ একটি থ্রিলার ও মার্ডার-মিস্ট্রি ঘরানার সিনেমা, তবে এখনই গল্পের বিস্তারিত প্রকাশ করতে চান না তিনি। পরিকল্পনা অনুযায়ী, একটানা শুটিং চলবে এবং দ্রুত দৃশ্যধারণ শেষ করা হবে।’’
শুটিং শুরুর আগে পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন শিল্পীরা। সজল, অপু বিশ্বাসসহ সংশ্লিষ্ট কলাকুশলীরা নিয়মিত রিহার্সালে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মূল শুটিংয়ের আগে ১৪ ডিসেম্বর তাদের নিয়ে একটি আনুষ্ঠানিক ফটোশুট হওয়ার কথাও জানা গেছে।
এই সিনেমায় অপু-সজল ছাড়াও অভিনয় করছেন জান্নাতুল নূর, সানজু জনসহ আরও কয়েকজন। যদি সবকিছু পরিকল্পনামতো এগোয়, তবে আগামী বছরের কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দুর্বার’।
এদিকে ‘দুর্বার’-এর পাশাপাশি অপু বিশ্বাস আরও নতুন কাজে যুক্ত হয়েছেন। তিনি সম্প্রতি বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার সহশিল্পী আদর আজাদ। ‘দুর্বার’ শেষ করেই অপু ‘সিক্রেট’-এর শুটিংয়ে যুক্ত হবেন বলে জানা গেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





















































































































































































