ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক এমপি নুর মোহাম্মদ মণ্ডল কারাগারে কিশোরগঞ্জে যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান পূর্ণবহালের প্রতিবাদে মানববন্ধন পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে জাল ডলার বিক্রি চক্রের ৬ সদস্য আটক বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ জামালপুরে করোনায় এক চিকিৎসক আক্রান্ত ভাঙা নয়,মূল নকশায় ফিরছে নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘বিতর্কিত’ ভাস্কর্য ‘অঞ্জলি লহ মোর’ ভাড়া নিয়ে বিতন্ডায় প্রাণ গেলা অটোচালকের ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদ করায় মাথা ফাটালো যাত্রীর গাইবান্ধায় প্রকাশ্যে স্টেশনমাস্টারকে মারধর যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যা

অপু-বুবলী কাণ্ডে প্রচণ্ড ক্ষুব্ধ শাকিব খান

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৩:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ১৩৬ Time View

ঢাকাই সিনেমার দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কটা বেশ কয়েক বছর ধরেই দা-কুমড়ার। সুপারস্টার শাকিব খানকে ঘিরেই এই দুই নায়িকার কোন্দল। সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় একে অন্যকে খোঁচা মেরে পোস্ট, আবার কোনো অনুষ্ঠান কিংবা গণমাধ্যমের সাক্ষাৎকারে একে অপরকে তিরস্কার করে কথা বলতে দেখা যায় তাদের। তবে দিন যত যাচ্ছে ততই তাদের তিরস্কারের ভাষা সীমা ছাড়িয়ে যাচ্ছে। পারস্পরিক আক্রমণের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে যেকোনো শিষ্টাচারকে।

চলতি বছর এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন তিনি বুবলীকে ‘ঘৃণা’ করেন। এরপর এক স্ট্যাটাসে পরোক্ষভাবে কুকুরের সঙ্গে তুলনা টেনে এই নায়িকাকে জবাব দেন বুবলী।

সবশেষ মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে শাকিব খানের কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা স্মারক নিয়ে অপু-বুবলীর পাল্টাপাল্টি স্ট্যাটাসের পর নতুন করে আবারও আলোচনায় আসে তাদের বিরোধ।

শোবিজ অঙ্গনের অনেকেই বলছেন, সামাজিক মাধ্যমে এই দুই নায়িকার পোস্ট থেকে একটা জিনিস প্রকাশিত হতে থাকে যে দুজনই শাকিবের কাছাকাছি রয়েছেন।

মঙ্গলবার দুপুরে শবনম বুবলী ফেসবুকে একটি পোস্ট দেন। যেখানে ছবিতে দেখা গেছে, শাকিব খান তার ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। আদরে ভরিয়ে দিচ্ছেন সন্তানকে। শাকিব ও শেহজাদের বেশ কিছু ছবি শেয়ার করে বুবলী সেই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘পরিবার—যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না।’

বুবলীর এমন পোস্টের পর থেমে থাকেননি অপু বিশ্বাসও। কিছুক্ষণের মধ্যে তিনিও তার সন্তান আব্রাম খান জয়ের সঙ্গে তার বাবা শাকিব খানের কিছু একান্ত মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেন।

সেই ছবিগুলোর ক্যাপশনে খোঁচা মেরে অভিনেত্রী লেখেন, ‘বাবা’ এমন একটি শব্দ, যার সঙ্গে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। তা-ও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।’

এরপরই বুবলী ও অপু বিশ্বাসের ভক্তদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কেউ বুবলীর সমালোচনা শুরু করেন, কেউ কেউ অপু বিশ্বাসের।

এই দুজনের এমন পোস্ট চোখ এড়ায়নি শাকিব খানেরও। শাকিব খান দুজনের কাণ্ডে ক্ষিপ্ত হয়েছেন। শাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, ‘এই দুজনের একজনকেও শাকিব খান পছন্দ করেন না। বরং তাদের আচরণে শাকিব বরাবরই বিরক্ত হন। এসব ছবি তুলে ফেসবুকে পোস্ট করায় শাকিব বেজায় চটেছেন।’

ওই সূত্র আরও বলছে, বুবলী ও অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের মানসিক দূরত্ব শত শত মাইল দূরে। দুজন শাকিবের নিকটস্থ যতই বোঝাতে চান না কেন, শাকিব এ দুজনের কারো সঙ্গেই ভবিষ্যতে যে থিতু হবেন এ সম্ভাবনা নেই।

এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খোলেন শাকিব। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, শোনা যাচ্ছে আবার নাকি বিয়ে করবেন, তাও আবার সম্বন্ধ করে, পাত্রী নাকি চিকিৎসক! সত্যিই কি ফের সংসারী হবেন?

এই প্রশ্নের উত্তরে শাকিব বলেন, ‘মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়া নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার বাবা-মায়ের যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।’

Please Share This Post in Your Social Media

অপু-বুবলী কাণ্ডে প্রচণ্ড ক্ষুব্ধ শাকিব খান

বিনোদন ডেস্ক
Update Time : ০৩:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

ঢাকাই সিনেমার দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কটা বেশ কয়েক বছর ধরেই দা-কুমড়ার। সুপারস্টার শাকিব খানকে ঘিরেই এই দুই নায়িকার কোন্দল। সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় একে অন্যকে খোঁচা মেরে পোস্ট, আবার কোনো অনুষ্ঠান কিংবা গণমাধ্যমের সাক্ষাৎকারে একে অপরকে তিরস্কার করে কথা বলতে দেখা যায় তাদের। তবে দিন যত যাচ্ছে ততই তাদের তিরস্কারের ভাষা সীমা ছাড়িয়ে যাচ্ছে। পারস্পরিক আক্রমণের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে যেকোনো শিষ্টাচারকে।

চলতি বছর এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন তিনি বুবলীকে ‘ঘৃণা’ করেন। এরপর এক স্ট্যাটাসে পরোক্ষভাবে কুকুরের সঙ্গে তুলনা টেনে এই নায়িকাকে জবাব দেন বুবলী।

সবশেষ মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে শাকিব খানের কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা স্মারক নিয়ে অপু-বুবলীর পাল্টাপাল্টি স্ট্যাটাসের পর নতুন করে আবারও আলোচনায় আসে তাদের বিরোধ।

শোবিজ অঙ্গনের অনেকেই বলছেন, সামাজিক মাধ্যমে এই দুই নায়িকার পোস্ট থেকে একটা জিনিস প্রকাশিত হতে থাকে যে দুজনই শাকিবের কাছাকাছি রয়েছেন।

মঙ্গলবার দুপুরে শবনম বুবলী ফেসবুকে একটি পোস্ট দেন। যেখানে ছবিতে দেখা গেছে, শাকিব খান তার ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। আদরে ভরিয়ে দিচ্ছেন সন্তানকে। শাকিব ও শেহজাদের বেশ কিছু ছবি শেয়ার করে বুবলী সেই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘পরিবার—যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না।’

বুবলীর এমন পোস্টের পর থেমে থাকেননি অপু বিশ্বাসও। কিছুক্ষণের মধ্যে তিনিও তার সন্তান আব্রাম খান জয়ের সঙ্গে তার বাবা শাকিব খানের কিছু একান্ত মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেন।

সেই ছবিগুলোর ক্যাপশনে খোঁচা মেরে অভিনেত্রী লেখেন, ‘বাবা’ এমন একটি শব্দ, যার সঙ্গে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। তা-ও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।’

এরপরই বুবলী ও অপু বিশ্বাসের ভক্তদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কেউ বুবলীর সমালোচনা শুরু করেন, কেউ কেউ অপু বিশ্বাসের।

এই দুজনের এমন পোস্ট চোখ এড়ায়নি শাকিব খানেরও। শাকিব খান দুজনের কাণ্ডে ক্ষিপ্ত হয়েছেন। শাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, ‘এই দুজনের একজনকেও শাকিব খান পছন্দ করেন না। বরং তাদের আচরণে শাকিব বরাবরই বিরক্ত হন। এসব ছবি তুলে ফেসবুকে পোস্ট করায় শাকিব বেজায় চটেছেন।’

ওই সূত্র আরও বলছে, বুবলী ও অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের মানসিক দূরত্ব শত শত মাইল দূরে। দুজন শাকিবের নিকটস্থ যতই বোঝাতে চান না কেন, শাকিব এ দুজনের কারো সঙ্গেই ভবিষ্যতে যে থিতু হবেন এ সম্ভাবনা নেই।

এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খোলেন শাকিব। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, শোনা যাচ্ছে আবার নাকি বিয়ে করবেন, তাও আবার সম্বন্ধ করে, পাত্রী নাকি চিকিৎসক! সত্যিই কি ফের সংসারী হবেন?

এই প্রশ্নের উত্তরে শাকিব বলেন, ‘মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়া নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার বাবা-মায়ের যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।’