ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বাজেট বরাদ্দে জবি পূর্বের তুলনায় অগ্রাধিকার পাবে – ইউজিসি চেয়ারম্যান রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব করবে জাতিসংঘ জাতীয় পরিচয় পত্রের কার্যক্রম সিভিল রেজিস্ট্রেশন কমিশনে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন রমেকের ডাক্তার মাহাবুবকে চান ‘না’ সহকর্মীরা, অন্যত্র বদলির দাবি  চায়ের দোকানের আঁড়ালে মদের ব্যবসা, গ্রেফতার ২ কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার

অপহৃত জাতিসংঘ কর্মকর্তা সুফিউল আনাম দেড় বছর পর উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • Update Time : ১২:২০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • / ২৮৯ Time View

সুফিউল আনাম। ফাইল ছবি

ইয়েমেনে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হাতে অপহরণের শিকার হওয়া জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি নাগরিক লেফটেন্যান্ট কর্নেল (অব.) একেএম সুফিউল আনামকে উদ্ধার করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তৎপরতায় তাকে উদ্ধার করা হয়েছে বলে মঙ্গলবার রাতে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারি ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে অপহরণের শিকার হন বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা একেএম সুফিউল আনাম। এরপর থেকে কোনো খোঁজ মিলছিল না জাতিসংঘে কর্মরত এই কর্মকর্তার। ধারণা করা হয় অপহরণের পর তাকে হত্যা করে জঙ্গি গোষ্ঠী। প্রায় সাত মাস পর গত ৭ সেপ্টেম্বর ওই কর্মকর্তার একটি ভিডিও প্রকাশ করে জঙ্গি গোষ্ঠীদের অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

ওই ভিডিওতে বলা হয়, ‘এ বাংলাদেশি সেনা কর্মকর্তা এখন মারাত্মক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তার হৃদরোগ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা আছে। তার তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা ছাড়াও হাসপাতালে ভর্তি হওয়া দরকার।’

জাতিসংঘের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা এ সাবেক বাংলাদেশি সেনা কর্মকর্তা ওই ভিডিওতে বলেন, ‘দয়া করে আমার সহায়তার জন্য জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবিক সংস্থাগুলো এগিয়ে আসুক।’ এ সময় তিনি তার অপহরণকারীদের দাবি পূরণের জন্য আহ্বান জানান।

এরপর সুফিউল আনামকে মুক্ত করতে প্রধানমন্ত্রী ও জাতিসংঘের মহাসচিব বরাবর চিঠিও পাঠায় তার পরিবার। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে উদ্ধারে তৎপর হয়।

এ বিষয়ে তখন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, শুরু থেকেই ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে কথাও হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। তবে মুক্তিপণ দিয়ে কোনো কর্মকর্তাকে ছাড়িয়ে আনার বিষয়ে নীতিগত বাধা আছে জাতিসংঘের। তাকে উদ্ধারে ঢাকায় নিযুক্ত ইয়েমেনসহ পাশের দেশের রাষ্ট্রদূতদের নিয়মিত চাপ দিয়ে আসছিল বাংলাদেশ। ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন একেএম সুফিউল আনাম। অবসরের পর ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, গত বছরের ১১ ফেব্রুয়ারি জাতিসংঘের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) একেএম সুফিউল আনামকে ইয়েমেনের মুদিয়াহ প্রদেশ থেকে জঙ্গি সংগঠন আল কায়েদার সদস্যরা অপহরণ করে। তার সঙ্গে আরও কয়েকজনকে অপহরণ করা হয়। তার মুক্তিপণ বাবদ তিন মিলিয়ন মার্কিন ডলার দাবি করে আল কায়েদা। তখন থেকে তাকে উদ্ধার করার জন্য বিভিন্ন মাধ্যমে তিনি আকুল আবেদন জানিয়ে আসছিলেন।

Please Share This Post in Your Social Media

অপহৃত জাতিসংঘ কর্মকর্তা সুফিউল আনাম দেড় বছর পর উদ্ধার

স্টাফ রিপোর্টার
Update Time : ১২:২০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

ইয়েমেনে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হাতে অপহরণের শিকার হওয়া জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি নাগরিক লেফটেন্যান্ট কর্নেল (অব.) একেএম সুফিউল আনামকে উদ্ধার করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তৎপরতায় তাকে উদ্ধার করা হয়েছে বলে মঙ্গলবার রাতে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারি ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে অপহরণের শিকার হন বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা একেএম সুফিউল আনাম। এরপর থেকে কোনো খোঁজ মিলছিল না জাতিসংঘে কর্মরত এই কর্মকর্তার। ধারণা করা হয় অপহরণের পর তাকে হত্যা করে জঙ্গি গোষ্ঠী। প্রায় সাত মাস পর গত ৭ সেপ্টেম্বর ওই কর্মকর্তার একটি ভিডিও প্রকাশ করে জঙ্গি গোষ্ঠীদের অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

ওই ভিডিওতে বলা হয়, ‘এ বাংলাদেশি সেনা কর্মকর্তা এখন মারাত্মক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তার হৃদরোগ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা আছে। তার তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা ছাড়াও হাসপাতালে ভর্তি হওয়া দরকার।’

জাতিসংঘের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা এ সাবেক বাংলাদেশি সেনা কর্মকর্তা ওই ভিডিওতে বলেন, ‘দয়া করে আমার সহায়তার জন্য জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবিক সংস্থাগুলো এগিয়ে আসুক।’ এ সময় তিনি তার অপহরণকারীদের দাবি পূরণের জন্য আহ্বান জানান।

এরপর সুফিউল আনামকে মুক্ত করতে প্রধানমন্ত্রী ও জাতিসংঘের মহাসচিব বরাবর চিঠিও পাঠায় তার পরিবার। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে উদ্ধারে তৎপর হয়।

এ বিষয়ে তখন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, শুরু থেকেই ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে কথাও হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। তবে মুক্তিপণ দিয়ে কোনো কর্মকর্তাকে ছাড়িয়ে আনার বিষয়ে নীতিগত বাধা আছে জাতিসংঘের। তাকে উদ্ধারে ঢাকায় নিযুক্ত ইয়েমেনসহ পাশের দেশের রাষ্ট্রদূতদের নিয়মিত চাপ দিয়ে আসছিল বাংলাদেশ। ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন একেএম সুফিউল আনাম। অবসরের পর ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, গত বছরের ১১ ফেব্রুয়ারি জাতিসংঘের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) একেএম সুফিউল আনামকে ইয়েমেনের মুদিয়াহ প্রদেশ থেকে জঙ্গি সংগঠন আল কায়েদার সদস্যরা অপহরণ করে। তার সঙ্গে আরও কয়েকজনকে অপহরণ করা হয়। তার মুক্তিপণ বাবদ তিন মিলিয়ন মার্কিন ডলার দাবি করে আল কায়েদা। তখন থেকে তাকে উদ্ধার করার জন্য বিভিন্ন মাধ্যমে তিনি আকুল আবেদন জানিয়ে আসছিলেন।