অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটি করতে হয়েছে : জয়া আহসান
- Update Time : ০৫:৫৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ১৮৬ Time View
প্রতি বছরের মতো এবারও নভেম্বরের শেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৪তম আসর। যেখানে ‘ফিচার ফিল্ম’ বিভাগের প্রতিযোগিতায় রয়েছে জয়া আহসান অভিনীত ইরানি সিনেমা ‘ফেরেশতে’।
এটি পরিচালনা করেছেন মুর্তজা অতাশ জমজম। এ ছাড়া ইরানের সঙ্গে ‘ফেরেশতে’র যৌথ প্রযোজনায় রয়েছে জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’।
সিনেমাটি প্রসঙ্গে গণমাধ্যমে জয়া আহসান বলেন, ‘আমাদের দেশের সুবিধাবঞ্চিত মানুষগুলোর জীবন কাটে সংগ্রাম করে। এমনই এক চরিত্রে আমাকে দেখা যাবে।’
জয়া আরও বলেন, ‘অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটি করতে হয়েছে। কারণ পুরো টিম ইরানি ভাষায় কথা বলে। এটি একটি বিষয় ছিল। কিন্তু সিনেমার তো ভাষা সব এক। সে কারণেই এটি বাধা হতে পারেনি।’
সিনেমাটিতে জয়া আহসান ছাড়া বাংলাদেশ থেকে আরও অভিনয় করেছেন– শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী।
প্রসঙ্গত, এই উৎসব ছাড়াও আসন্ন জানুয়ারিতে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে ‘ফেরেশতে’।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়