ব্রেকিং নিউজঃ  
                    
                    অগ্রণী ব্যাংকের নতুন চেয়ারম্যান আবু নাসের বখতিয়ার
 
																
								
							
                                
                              							  নওরোজ ডেস্ক									
								
                                
                                - Update Time : ০৬:৪৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৩১১ Time View
সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের জন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ব্যাংক-প্রশাসন-শিক্ষা প্রতিষ্ঠানে পরিবর্তনের ছোঁয়া আসে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর শীর্ষ পদে পরিবর্তন আনা হয়।
নওরোজ/এসএইচ
 
					 
																			






































































































































































































